ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজ়ুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় বিতর্ক তুঙ্গে বাংলাদেশে। নিরাপত্তার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায় না তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইসিসি-কে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কী সিদ্ধান্ত নেয়, তা সময়ই বলবে। তবে ইডেনে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি এখনও বন্ধ হয়নি।
৭ ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অভিযান শুরু করছে বাংলাদেশ। জানা গিয়েছে, সেই ম্যাচের টিকিট তিন হাজারের বেশি বিক্রি হয়ে গিয়েছে নির্দিষ্ট অ্যাপে। সিএবির সচিব বাবলু কোলে বলছিলেন, ‘‘বিসিবির আবেদনের প্রভাব টিকিট বিক্রির উপরে এখনও পড়েনি। প্রথম দু’টো ম্যাচের টিকিট ছাড়া হয়েছে। এখনও পর্যন্ত তিন হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে প্রথম ম্যাচের।’’
১১ ডিসেম্বর থেকে অনলাইনে প্রথম কয়েকটি ম্যাচের টিকিট ছাড়া হয়েছে। তার মধ্যে ইডেনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ় ও ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইটালি ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি চলছে। টিকিট বিক্রি বন্ধ হওয়ার কোনও খবর নেই।
এই ডামাডোলের মাঝেই বাংলাদেশ তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। অধিনায়ক লিটন দাস। সহ-অধিনায়ক সাইফ হাসান। গত বারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে শতরান করার পরেও বাদ পড়েছেন। দলের পাঁচ পেসারের মধ্যে অন্যতম মুস্তাফিজ়ুর। এ ছাড়া বাকি চার পেসার হলেন মহম্মদ সইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।