• ONGC- উত্তোলন কেন্দ্রে গ্যাস লিক করে আগুন, ফাঁকা করা হচ্ছে গ্রাম
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৬
  • ONGC-র তেলের খনিতে গ্যাস লিকের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল অন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলার গ্রামে। সংবাদ সংস্থা সূত্রের খবর, সোমবার সকালে মেরামতি চলাকালীন ওই তেলের খনিতে দুর্ঘটনা ঘটেছে। কোনাসীমার রাজ়োল এলাকার ইরুসুমানদা গ্রামে ONGC-র তেল উত্তোলন কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রে উত্তোলনের কাজ স্থগিত রেখে মেরামতি হচ্ছিল। সোমবার মেরামতির সময়ে কোনও কারণে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল ও গ্যাস বেরিয়ে আসে। তারপরেও কোনও কারণে তাতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকায়। ওই এলাকার বসতি এলাকা থেকে দ্রুত সরানো হয়েছে বাসিন্দাদের।

    একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বেরিয়ে আসা তেল-গ্যাসের মিশ্রণে আগুন লেগে যাওয়ার পরেই গোটা গ্রাম ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে লাউডস্পিকারে গ্রামবাসীদের সতর্কবার্তা দেওয়া শুরু হয়। আরও বড় কোনও অগ্নিকাণ্ড এড়াতে স্থানীয় বাসিন্দাদের বৈদ্যুতিন যন্ত্র চালাতে, স্টোভ জ্বালাতে বারণ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)