‘ডায়মন্ডহারবার মডেল’ অনুসরণ করে এ বার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শুরু হলো ‘সেবাশ্রয়’-এর অনুকরণে স্বাস্থ্য শিবির। সোমবার হালিশহর রামপ্রসাদ মাঠে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করা হয়েছে। সোমবার, ৫ জানুয়ারি থেকে আগামী ১৫ দিন এই স্বাস্থ্য শিবির চলবে। এই ক্যাম্পগুলি থেকে ব্যারাকপুর সংসদীয় এলাকার বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।
ব্যারাকপুর লোকসভার প্রতিটি বিধানসভায় এই ক্যাম্প হবে। প্রতিটি বিধানসভায় ৩-৪ টি করে ক্যাম্প করা হচ্ছে। ক্যাম্পের আগে টোটো, অটোয় মাইকিং করে পুরসভার তরফ থেকে প্রচার করা হয়েছে। জনসাধারণ যে কোনও সমস্যা নিয়ে নিকটবর্তী ক্যাম্পে এসে চিকিৎসা করাতে পারবেন।
কোনও রোগীর গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা বা চিকিৎসার প্রয়োজন হলে ক্যাম্পের চিকিৎসকদের নির্দেশে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হবে। কোনও রোগীকে চিকিৎসক যত দিনের জন্য ওষুধ প্রেসক্রাইব করবেন, তত দিনের ওষুধ এই স্বাস্থ্য শিবিরগুলি থেকে নিখরচায় সরবরাহ করা হবে। ব্লাড সুগার, প্রেসার, চক্ষু পরীক্ষা-সহ বেশ কিছু পরীক্ষা করা হবে এই ক্যাম্পগুলিতে। আগামী ২৬ শে জানুয়ারি নৈহাটি স্টেডিয়ামে একটি বৃহৎ আকারে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্প মূলত দিনের বেলায় চলবে, রোগীরা যতক্ষণ থাকবেন, ততক্ষণ পরিষেবা মিলবে।
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, ‘আমরা প্রতিটি মানুষের দরজায় দরজায় পৌঁছেছি। এই শিবির চলবে ১৫ দিন ধরে। এখানে এলাকার মানুষ তাদের রোগের কথা চিকিৎসকদের কাছে বলতে পারবেন।’ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘একটি ভালো উদ্যোগ নিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে এই কাজটা আমরা সবাই শিখছি। সারা বছর আমরা ক্যাম্প করে থাকি। কিন্তু এ ভাবে সবাইকে সঙ্গে নিয়ে সেবাশ্রয় একটা দৃষ্টান্ত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে।’