• ঋণের টাকা আত্মসাতের অভিযোগ, গৃহবধূকে নির্যাতন
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৬
  • ইন্দ্রজিৎ সাহু, সবং

    পশ্চিম  মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলের লুটুনিয়া গ্রামে এক গৃহবধূকে খুঁটিতে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাও সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূ  ওই গ্রামের একটি স্ব-সহায়ক দলের সহ-দলনেত্রী। অভিযোগ, স্ব-সহায়ক দলের প্রায় তিন লক্ষ টাকার ঋণ তিনি আত্মসাৎ করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর একাধিকবার দলের সদস্যাদের মধ্যে আলোচনা হলেও অভিযুক্ত গৃহবধূ টাকা ফেরত দেননি বলে দাবি।

    এরপর সোমবার দুপুরে পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, স্ব-সহায়ক দলের কয়েকজন মহিলা তাঁকে টানাহেঁচড়া করে একটি খুঁটিতে বেঁধে রাখেন এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা আজকাল . ইন-এর পক্ষ থেকে যাচাই করা হয়নি। জানা যায়, অভিযুক্তরা ওই গৃহবধূকে বেঁধে রাখার কথা স্বীকারও করেছেন। 

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। তারা ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইনের পথ ছেড়ে এভাবে প্রকাশ্যে অমানবিক নির্যাতনের ঘটনায় সকলেই অপেক্ষা করছেন প্রশাসনিক ব্যবস্থার জন্য। দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।
  • Link to this news (আজকাল)