আজকাল ওয়েবডেস্ক: চলছে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব। এবার শুনানিতে হাজিরা দিতে তলব করা হল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সামিকে। তবে এই মুহূর্তে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানা গেছে।
আজ এসআইআর-এর শুনানির জন্য ডাকা হয়েছে ক্রিকেটার মহম্মদ সামিকে। মহম্মদ সামি কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। কিন্তু বর্তমানে রাজকোটে বাংলার হয়ে ক্রিকেট খেলায় ব্যস্ত রয়েছেন সামি। তাই শুনানিতে হাজিরা দিতে পারবেন না বলে জানা গেছে। পরিবারের তরফে জানা গেছে, আজ সোমবার যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল সামিকে। তবে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পর নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় নথি জমা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন সামি।
সূত্রের খবর, ৮ জানুয়ারি পর্যন্ত রাজকোটে থাকবেন সামি। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন সামি। আগামী ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়ায় হাজিরা দেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে। বাংলা যদি পরবর্তী রাউন্ডে যায়, সেক্ষেত্রে ১২ জানুয়ারি থেকে আবারও দলের হয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়বেন তিনি।