SIR প্রক্রিয়ায় মৃত্যু-হয়রানি কত? সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা
আজ তক | ০৫ জানুয়ারি ২০২৬
বাংলায় SIR প্রক্রিয়া চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের জন্য আইনি লড়াই লড়তে সুপ্রিম কোর্ট যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগর থেকে এমনটাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য আইনি পথে লড়ব। আমি নিজে সুপ্রিম কোর্ট গিয়ে এই মামলা লড়ব।'
মঙ্গলবার কোর্ট খুললেই রাজ্য সরকার আইনের দ্বারস্থ হতে চলেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মমতা বলেন, 'আগামীকাল কোর্ট খুলবে, আমরা আইনের সাহায্য নেব। প্রয়োজন পড়লে নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিড করব। আইনজীবী হিসেবে যাব না, সাধারণ নাগরিক হিসেবে যাব। মানুষের হয়ে কথা বলার জন্য অনুমতি নেব। চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব। গ্রাসরুটে কী চলছে।'
কটাক্ষের সুরে তিনি বলেন, 'যতই চেষ্টা করো BJP, মিলবে না কো জিলিপি। বাম রাম শ্যাম ভাল থাকো, সুস্থ থাকো, অনেক তোমাদের দেখেছে মানুষ, আর না।'
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'মা লক্ষ্মীরা জেনে রাখুন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। দিল্লির কোনও এক নেতা বলেছেন, লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, ভোটের দিন বন্দি করে রেখে দেওয়া হবে। লক্ষ্মীদের তো চেনো না, রান্নাও করে, শিল্পও গড়ে। ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে। এঁরা কারও মা, মাসি, ঠাকুমা। ভুলে গেছেন? শাসানি দিচ্ছেন? এটা ক্রাইম নয়? মেয়েদের বেরোতে দেবে না?'
প্রসঙ্গত,পশ্চিম মেদিনীপুরের দাসপুরে শনিবার BJP-র সভায় কালীপদ সেনগুপ্তকে বলতে শোনা গিয়েছে, 'খনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা আছেন, জোড়াফুলে ভোট দেন, তাঁরা জোড়াফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদের বলছি, ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোট দিতে হবে পদ্মফুলে, জোড়াফুলে নয়।'
ওই নেতার বক্তব্যের ভিডিয়ো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে বঙ্গ BJP-কে উদ্দেশ করে তোপ দেগেছেন। অভিষেক লিখেছেন, ‘সামন্ততান্ত্রিক ও পুরুষতান্ত্রিক বর্বরতার পথ বেছে নেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া স্ত্রী যাতে ভোট দিতে না পারেন, তার জন্য স্বামীকে বলা হচ্ছে স্ত্রীকে ঘরে বন্দি করে রাখতে।’