• সন্দেশখালিতে পুলিশের উপরে হামলার ঘটনায় ধৃত আরও তিন
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • বারাসত, ৫ জানুয়ারি: সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও তিন। রবিবার রাতে ফেরার মূল অভিযুক্ত তৃণমূলকর্মী মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লা পুলিশের জালে ধরা পড়েছে। পাশাপাশি মুর্তাজার দুই ছেলে মন্তাজুল মোল্লা ও মনোয়ার হোসেন মোল্লাকে পাকড়াও করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও হামলার ঘটনায় মূল অভিযুক্ত মুসা মোল্লা এখনও তদন্তকারীদের নাগালের বাইরে। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

    গত শুক্রবার রাতে সন্দেশখালিতে জমি দখলের অভিযোগ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ঘটনায় আগেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে এক মহিলা আছেন। আরও তিনজনকে গ্রেপ্তারের পরে সবমিলিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১২।
  • Link to this news (বর্তমান)