• পার্ক সার্কাসে বাড়ির চাঙর ভেঙে মৃত্যু ১, আহত শিশু-সহ আরও বেশ কয়েকজন
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জানুয়ারি ২০২৬
  • প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোর তিনটে নাগাদ। লোহাপুল এলাকায় ৬৫ নং ওয়ার্ডে  তিনতলা ওই বাড়িটির একতলায় ভাড়া থাকত একটি পরিবার। ওই একতলারই সিলিংয়ের একটি অংশ খসে পড়েছে বলে জানা গেছে। ঘরের মধ্যে পরিবারের সদস্যেরা সকলেই তখন ঘুমোচ্ছিলেন।

    ঘুমন্ত অবস্থাতেই তাঁদের উপরে খসে পড়ে চাঙড়। সকলকে নিকটবর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬১ বছরের বৃদ্ধা রাবিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাদীন ৯ বছরের আয়েষা খাতুন, ১৬ বছরের উমর ওরফে দানিশ আলম এবং ৫৫ বছরের ওয়াহিদ আবদুল। যদিও আয়েষার সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    দুর্ঘটনার খবর পেয়ে সাতসকালেই সেখানে পৌঁছে যান স্থানীয় কাউন্সিলর। তিনি জানিয়েছেন, ওই বাড়িটি বহু পুরনো, জরাজীর্ণ। বাড়ির মালিককে এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও মেরামত করেননি। তার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান। স্থানীয় সূত্রের দাবি, ওই বাড়িটিতে দীর্ঘ দিন কোনও রক্ষণাবেক্ষণের কাজ হয়নি।

    বাড়ির মালিককে মেরামতের জন্য অনুরোধ করা হলেও কোনও সুরাহা হয়নি। আপাতত ওই বাড়ির সংলগ্ন গলির মুখটি ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘বহু পুরনো বাড়ি। ছাদের একটি চাঙড় ভেঙে দুর্ঘটনা ঘটে গিয়েছে। বাড়ির মালিক কোথায়? কেউ কোনও সম্পত্তির মালিক হলে, তাঁর একটি দায়িত্ব থাকে। কারও জীবন নিয়ে খেলা ঠিক নয়। ভাড়াটিয়ারা বার বার বলেছেন মেরামত করার জন্য।‘
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)