• পুত্রসন্তানের জন্ম দিলেন সোনালি, শুভেচ্ছা অভিষেকের
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জানুয়ারি ২০২৬
  • তার আগে সোনালি ও তাঁর সদ্যোজাতকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘তিনি যে অবিচারের শিকার হয়েছিলেন, তার প্রেক্ষিতে এই আনন্দের মুহূর্ত আরও বেশি গভীর মনে হয়। আগামিকাল অর্থাৎ ৬ জানুয়ারি আমি বীরভূম সফরে যাচ্ছি। সোনালি ও তাঁর নবজাতককে শুভেচ্ছা জানাতে আমি ব্যক্তিগত ভাবে হাসপাতালে যাব।’

    বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সোনালি খাতুন দিল্লিতে পরিচারিকার কাজ করতেন। বাংলাদেশি সন্দেহে গত জুন মাসে অন্তঃসত্ত্বা সোনালি, তাঁর স্বামী, সন্তান-সহ ছয়জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। প্রথমে দিল্লি পুলিশ তাঁদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। সেখানকার জেলে বন্দি ছিলেন তাঁরা। যা নিয়ে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে মামলা হয়।

    দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে মুক্তি পান তাঁরা। প্রায় ৬ মাসের লড়াই শেষে ৫ ডিসেম্বর মালদহের মেহেদিপুর সীমান্ত দিয়ে দেশে ফেরেন। তবে এখনও বাংলাদেশে আটকে রয়েছেন তাঁর স্বামী-সহ পরিবারের চারজন। এ নিয়ে বার বার সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দেশে ফিরে মমতা ও অভিষেককে ধন্যবাদ জানিয়েছিলেন সোনালি। কৃতজ্ঞতা জানিয়েছিলেন তাঁর পরিবারও।

    এ দিন অভিষেক এক্স হ্যান্ডলে লেখেন, ‘বীরভূম রামপুরহাট মেডিক্যাল কলেজে সোনালি সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তিনি যে অবিচারের শিকার হয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে এই আনন্দের মুহূর্তটি আরও গভীর। ক্ষমতার অপব্যবহার করে, মিথ্যা বাংলাদেশি সাজিয়ে, দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সরকার তাঁকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই দুর্ভোগ শুধু একজন নাগরিকের মর্যাদার লঙ্ঘনই নয়, একজন অন্তঃসত্ত্বা মাকে কখনওই তা সহ্য করতে বাধ্য করা যায় না। তবুও, সোনালি অসীম সাহস ও দৃঢ়চেতা মনোভাব দেখিয়েছেন। এটা মানবতার জয়।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)