• ছাব্বিশে তৃণমূলের পাশে হিন্দিভাষীরা, চতুর্থবার মমতাকেই মুখ্যমন্ত্রী করার ডাক
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জানুয়ারি ২০২৬
  • প্রতি বছরের মতো এবারও এই উৎসবের আয়োজন করেন উত্তর কলকাতার তৃণমূল নেতা কৃষ্ণপ্রতাপ সিং, যিনি স্থানীয় তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি। এবারের অনুষ্ঠানের গুরুত্ব ছিল আরও বেশি, কারণ সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ রাজ্য নেতৃত্ব।

    মঞ্চে হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, ডা. সুদীপ্ত রায়, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, বাবুন বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলর অয়ন চক্রবর্তী। ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে করেও অনুষ্ঠানে যোগ দেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত বক্সি বলেন, যাঁরা বিহার বা অন্য রাজ্য থেকে এসে বাংলায় বসবাস করছেন, তাঁদের ভেদাভেদের রাজনীতিতে পা দেওয়া উচিত নয়। উন্নয়নের নিরিখেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হবে বলে তিনি আশাবাদী। কুণাল ঘোষ তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা যারা বাংলায় কথা বলি, এই বাংলা যেমন সেই বাঙালিদের রাজ্য।

    আবার অন্য রাজ্য থেকে এসে বংশ পরম্পরায় এখানেই থেকে গিয়েছেন, বা হয়তো রুটিরুজির জন্য এখানেই যাঁরা থাকেন, বাংলাকে ভালোবাসেন, এই বাংলার মাটিটাই তাঁদের জীবন হয়ে উঠেছে, এই বাংলা তো তাঁদেরও। এখানে ধর্ম বা ভাষা দিয়ে কোনও ভেদাভেদ বিজেপি করতে পারবে না।’ উৎসবের আয়োজক কৃষ্ণপ্রতাপ সিং স্পষ্ট ভাষায় বলেন, বিহারের হিন্দিভাষীরা শপথ নিয়ে বলছেন— আবারও তৃণমূল কংগ্রেসকে জেতাবেন তাঁরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)