প্রদ্যুৎ দাস: চা বাগানের মাঝে থাকা নিমগাছে এক যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ময়নাগুড়িতে। সোমবার ময়নাগুড়ি টিকাটুলী দ্বারিকামারি এক গ্রামের চা বাগানে নিম গাছের মধ্যে আত্মঘাতী এক যুবক ও যুবতী। ঘটনা সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম প্রভাত অধিকারী বয়স ২৭, তার বাড়ি ময়নাগুড়ি টিকাটুলী দ্বারিকামারি বাসিন্দা। অন্যদিকে ওই মৃত যুবতীর নাম প্রতিমা রায়। জানা যায় প্রতিমা বিবাহিত। কিন্তু বেশ কয়েক মাস থেকে মৃত প্রভাত রায়ের সঙ্গে প্রতিমার একটি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে।
পরবর্তীতে প্রতিমাকে বিয়ে করে প্রভাত রায়। এবং তাদের বাড়িতেও নিয়ে আসে। বাড়ির লোক মেনে নেয়। কিন্তু পরবর্তীতে প্রতিমার পরিবারের লোকজন জোর করে প্রতিমাকে ফিরিয়ে নিয়ে যায় বাড়িতে। এই অবস্থায় আবার একমাস পর প্রতিমাকে নিয়ে প্রভাত বাইরে চলে যায়, বলে জানান মৃত প্রভাত রায়ের দাদা প্রমোদ রায়। একমাস বাইরে থাকার পর, প্রভাত রায় গতকাল তার পরিবারকে জানাই সে তার বউকে নিয়ে বাড়িতে ফিরবে। বাড়ির লোকও রাজি হয়ে যায়। যদিও কালকে প্রভাতের বাড়িতে ভাগ্নির বিয়ের দেখাশোনা চলছিল।
প্রভাতের মা গনেশ্বরী অধিকারী জানতেন ছেলে বউমাকে নিয়ে ফিরে আসবে। কিন্তু আর ফিরে আসা হল না। রাতে তারা অপেক্ষা করছিল ছেলে এবং বউয়ের জন্য। কিন্তু তারা না আসায় ঘুমিয়ে পড়ে পরিবারের লোকজন। পরবর্তীতে সোমবার সকালে বাড়ির পাশে একটি চা বাগানে নিমগাছে প্রভাত এবং প্রতিমার ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার মানুষজন। পরে বাড়ির লোককে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে তাদের দুজনকে সনাক্ত করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য, পরে পুলিসকে খবর দিলে পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে। পুলিস ঘটনা তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠিয়েছে বলে পুলিসের খবর।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)