• আন্দোলনে নামলেও ‘রামে’ সতর্ক, হিন্দুবিরোধী তকমা এড়াতে কংগ্রেসের মুখে তাই ‘গ্রাম জি’
    প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৬
  • সোমনাথ রায়, নয়াদিল্লি: ভি বি জি রাম জি নয়, ভি বি গ্রাম জি। মনরেগার নাম ও প্রকৃতি বদল করে যে নয়া বিল সংসদে পাস করিয়েছে কেন্দ্র, তার মোকাবিলায় দল যে তীব্রভাবে নামছে সেই কথা আগেই জানিয়েছে কংগ্রেস। এই লড়াইয়ে কিছুতেই তাদের গায়ে যাতে হিন্দুবিরোধী বা আরও স্পষ্ট করে বললে রামবিরোধী তকমা না লাগিয়ে দেয় বিজেপি, সেদিকে কড়া নজর দিচ্ছে হাইকমান্ড। যে কারণে জি রাম জি (G RAM G) গ্রাম জি (GRAM G) হিসাবে উল্লেখ করছে কংগ্রেস।

    বাবরি মসজিদ ধ্বংস, রামমন্দির নির্মাণের আন্দোলন থেকে শুরু করে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। প্রত্যেক ক্ষেত্রে সুচারুভাবে কংগ্রেসের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লড়াইকে রামবিরোধী তকমা দাগিয়ে দিয়েছে বিজেপি। নতুন করে যাতে গেরুয়া শিবিরের সেই উদ্দেশ্য সফল না হয়, সেই কারণে প্রথম থেকেই সতর্কতা নিচ্ছে কংগ্রেস। তাই জি রামকে জুড়ে তারা গ্রাম করে নিয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। নয়া বিল সংক্রান্ত আলোচনার সময় কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দল সংসদে স্পষ্ট করে দিয়েছিল যে, রামের নামে তাদের কোনও আপত্তি নেই। তাদের আপত্তি সব কিছুকেই ধর্মীয় আঙ্গিকে পেশ করা নিয়ে।

    ৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি– তিন পর্যায়ে দেশজুড়ে এই পরিবর্তনের প্রতিবাদে রাজপথে নামছে কংগ্রেস। পাশাপাশি সুপ্রিম কোর্টেও এর বিরুদ্ধে কড়া নাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কংগ্রেস সূত্রের খবর, দলীয়ভাবে নয়। আপাতত সর্বোচ্চ আদালতে মামলা করবেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। পরবর্তীতে একে একে কংগ্রেস শাসিত রাজ্যগুলিও আসতে পারে শীর্ষ আদালতে। তার আগে যেভাবে তেলঙ্গানা বিধানসভায় ইতিমধ্যে এই আইনের বিরোধিতা করে প্রস্তাব পাস হয়েছে, সেভাবে কর্নাটক ও হিমাচল প্রদেশেও প্রস্তাব পাশ করা হতে পারে। একইসঙ্গে সমমনোভাবাপন্ন দলগুলি শাসিত রাজ্যগুলিতেও এই কাজ করার প্রস্তাব পাঠানো হবে।

    ব্লক স্তর থেকে সর্বভারতীয় পর্যায়ে দেড় মাসের বেশি সময় ধরে চলা কর্মসূচিতেও ‘ইন্ডিয়া’-র দলগুলিকে অংশ নিতে আহ্বান জানাবে কংগ্রেস। আন্দোলন যেমন চলার, তেমন চলবে। তবে আপাতত অতিরিক্ত সতর্কতা হিসাবে নিচুতলার কর্মীদের কাছে এই বার্তা পাঠাচ্ছে কংগ্রেস যে, গোটা আন্দোলনে যেন প্রতিবাদ হয় ‘গ্রাম জি’-র বিরুদ্ধে। কোনও অবস্থাতেই উচ্চারণ করা যাবে না ‘জি রাম জি’।
  • Link to this news (প্রতিদিন)