গ্যাস লিক করে ONGC’র তেলকূপে দাউদাউ আগুন, অন্ধ্রের গ্রাম থেকে সরানো হল বাসিন্দাদের
প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওএনজিসির তেলের কুয়োতে আগুন ধরে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। জানা গিয়েছে, সারাইয়ের কাজ চলাকালীন ওই কুয়ো থেকে গ্যাস লিক হয়। তার জেরে দাউদাউ করে আগুন ধরে যায় বিরাট এলাকায়। ইতিমধ্যেই স্থানীয় ইরুসুমানডা গ্রাম থেকে আমজনতাকে সরানো হচ্ছে। বিদ্যুৎ এবং গ্যাস ব্যবহার করতেও বারণ করা হয়েছে সকলকে।
অন্ধ্রের কোনাসেমা জেলার রাজোল এলাকায় রয়েছে ওএনজিসির তৈলভাণ্ডার। জানা গিয়েছে, সোমবার সেখানকার একটি তেলের কুয়ো আচমকাই কাজ করা বন্ধ করে দেয়। সেই ত্রুটি সারাই করতে গিয়েই বিপত্তি। বিপুল পরিমাণ তেলের সঙ্গে গ্যাস মিশে স্থানীয় গ্রামে ছড়িয়ে পড়ে। ঘন কুয়াশার মতো গ্রামের বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়ে এই গ্যাসের মিশ্রণ। তেলের কুয়োয় দাউদাউ করে আগুন ধরে যায়। অসমর্থিত সূত্রে খবর, ওই এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজও শোনা গিয়েছে।
গ্যাস ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। ওএনজিসির তরফেই পুলিশে খবর দেওয়া হয়। পরে স্থানীয়দের উদ্ধারকাজ শুরু হয়। তবে গোটা ঘটনায় হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার না করেন। গ্যাস ব্যবহার করতেও বারণ করা হয়েছে।
কেন এত বড় বিপত্তি ঘটল, তা এখনও অজানা। গোটা বিষয়টি নজরে রাখছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। আমজনতার সুরক্ষা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন ওএনজিসি কর্তারাও। তবে তেলের কুয়োয় আগুন নিভেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।