• ডাইনি অপবাদে বৃদ্ধাকে পিটিয়ে ‘খুন’ নাতির, নারকীয় কাণ্ডের সাক্ষী কুমারগঞ্জ
    প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৬
  • রাজা দাস, বালুরঘাট: ডাইনি অপবাদে বৃদ্ধাকে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে। নারকীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর এলাকায়। খবর পেয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকে।

    জানা গিয়েছে, মৃতার নাম লক্ষ্মী সোরেন। ছেলে-বউমা-নাতি-নাতনি নিয়ে তাঁর সংসার। বেশকিছুদিন ধরে বৃদ্ধার নাতনি অসুস্থ। অভিযুক্তের দাবি, লক্ষ্মীদেবীর জাদুবিদ্যার কারণেই নাকি তার বোন অসুস্থ। অভিযোগ, এই অপবাদ দিয়ে দীর্ঘদিন ধরেই ঠাকুমাকে গালিগালাজ করত নাবালক। একাধিকবার ঠাকুমাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে খবর। রবিবার রাতে লক্ষ্মীদেবীকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গিয়ে অভিযুক্ত বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

    বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ব্যর্থ হন তাঁর ছেলে মংলু টুডু এবং পুত্রবধূ লতিকা হাঁসদা। উপায় না পেয়ে তাঁরা স্থানীয় পঞ্চায়েত সদস্য রঞ্জিতা বর্মনের দ্বারস্থ হন। এরপরই পুলিশে খবর দেন পঞ্চায়েত সদস্যার স্বামী কনক সরকার। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে খবর। রাতেই কুমারগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত নাতিকে আটক করে। পাশাপাশি দেহটি উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 
  • Link to this news (প্রতিদিন)