• নয়ের দশকের পুনরাবৃত্তি! কাশ্মীর ছেড়ে পাকিস্তানে ঘাঁটি গেড়ে জঙ্গি কার্যকলাপ, নজরে অন্তত ৩০০
    প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকে যা ঘটেছিল, এখন তা-ই ঘটছে জম্মু-কাশ্মীরে। চোরাপথে উপত্যকা ছেড়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছেন অনেকে। নিরাপত্তাবাহিনীর রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, এ রকম অন্তত ৩০০ জন কাশ্মীরি বাসিন্দার নাম নিরাপত্তাবাহিনীর কাছে রয়েছে, যাঁরা কাশ্মীর ছেড়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছেন।

    সূত্রের খবর, সন্দেহভাজনরা মূলত পুঞ্চ এবং রাজৌরির বাসিন্দা। তাঁদের কাজে লাগিয়েই কাশ্মীরের অন্য যুবকদের মগজধোলাই করার চেষ্টা করছে পাক জঙ্গি সংগঠনগুলি। জঙ্গি কার্যকলাপে যুক্ত হওয়ার জন্য নানা রকম প্রলোভনও দেখানো হচ্ছে বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, মূলত সমাজমাধ্যমকে কাজে লাগিয়েই জঙ্গি কার্যকলাপ চালাচ্ছেন সন্দেহভাজনরা। ইতিমধ্যেই কাশ্মীরের বেশ কয়েক জন যুবকের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন।

    সম্প্রতি গুরসাই এলাকা থেকে রফিক নাই ওরফে সুলতান নামে এক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুঞ্চের পুলিশ। পুলিশ সূত্রে খবর, রফিক পাকিস্তানি হ্যান্ডলার। তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। অস্ত্র এবং মাদক পাচারেও অভিযুক্ত তিনি। এছাড়া প্রশিক্ষিত জঙ্গিদের ভারতে অনুপ্রবেশেও রফিক সাহায্য করেন বলে অভিযোগ পুলিশের। জামাল লোন নামে আরও এক কাশ্মীরি যুবকের সম্পর্কে জানতে পেরেছেন তদন্তকারীরা। অভিযোগ, তিনিও কাশ্মীর ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছেন। সেখানে বসেই জঙ্গি কার্যকলাপ করে যাচ্ছেন।

    এক পুলিশ আধিকারিক বলেন, “শীঘ্রই কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু হবে। জঙ্গি কার্যকলাপে যারা জড়িত, তাঁদের পাকড়াও করা হবে। তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।”
  • Link to this news (প্রতিদিন)