• বন্দি মাদুরোর ভারত-যোগ! আধ্যাত্মিকতার পথে ঝুঁকেছিলেন সাঁইবাবার ভক্ত
    প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হয়েছেন মার্কিন সেনার হাতে! অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তাঁর স্ত্রীকেও। বর্তমানে তাঁদের ঠাঁই হয়েছে নিউ ইয়র্কের কুখ্যাত ব্রুকলিন জেলে। সাঁইবাবার ভক্ত এই মাদুরোর সঙ্গে যোগ রয়েছে ভারতের!

    সালটা ২০০৫। হুগো চাভেজের প্রিয় এবং আস্থাভাজন মাদুরো তখন ভেনেজুয়েলায় অত্যন্ত জনপ্রিয়। দক্ষ রাজনীতিবিদ হিসাবে দেশজুড়ে তাঁর সুনাম। সেই সময় স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মাধ্যমে মাদুরো জানতে পারেন আধ্যাত্মিক ধর্মগুরু সাঁইবাবার কথা। সিলিয়া ছিলেন সাঁইবাবার ভক্ত। স্ত্রীর অনুরোধেই ওই বছর মাদুরো ভারতে আসেন। অন্ধ্রপ্রদেশের পুট্টাপারথি এলাকার প্রশান্তি নিলয়ম আশ্রমে গিয়ে দেখা করেন সাঁইবাবার সঙ্গে। শোনা যায়, এরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের জীবন বদলে যায়। সাঁইবাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদুরো ঝুঁকেছিলেন আধ্যাত্মিকতার পথে।

    সম্প্রতি সাঁইবাবার সঙ্গে মাদুরো এবং তাঁর স্ত্রীর পুরনো একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তরুণ মাদুরো এবং সিলিয়াকে দেখা যাচ্ছে সাঁইবাবার পাশে মাটিতে বসে থাকতে। ২০১১ সালে সাঁইবাবার প্রয়াণের পর ভেনেজুয়েলার তৎকালীন বিদেশমন্ত্রী মাদুরোর নির্দেশে সেদেশের জাতীয় পরিষদ একটি আনুষ্ঠানিক শোকপ্রস্তাব পাশ করা হয়। সাঁইবাবার প্রয়াণ দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে ভেনেজুয়েলা সরকার। জানা যায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাদুরো তাঁর দপ্তরে সাইমন বলিভার, হুগো চাভেজের ছবির পাশাপাশি দেওয়ালে সাঁইবাবার ছবিও রাখেন।

    শুক্রবার গভীর রাতে মাদুরোকে অপহরণ করে করে আমেরিকা। ভেনেজুয়েলায় মাত্র দু’ঘণ্টার অভিযানে প্রেসিডেন্টের বাসভবনের শোয়ার ঘর থেকে সস্ত্রীক মাদুরোকে তুলে নিয়ে গিয়ে বন্দি করা হয়। আমেরিকায় তাঁকে নিউ ইয়র্কের কুখ্যাত ব্রুকলিন জেলে রাখা হয়েছে। মাদুরোকে বন্দি করার পর আমেরিকা জানিয়েছিল, নিউ ইয়র্কের আদালতে তাঁর বিচার হবে। সেই মতোই সোমবার বন্দি প্রেসিডেন্টকে ওই আদালতে হাজির করানো হয়।

    আমেরিকার অভিযোগ, সর্বশেষ নির্বাচনে বামপন্থী মাদুরো রিগিং করে ক্ষমতায় ফিরেছিলেন। মার্কিন প্রশাসনের তীব্র আপত্তি উপেক্ষা করেই দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ এই দেশের প্রেসিডেন্টের গদিতে ফের বসেছিলেন মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরবারই মাদুরো সরকারের বিরুদ্ধে মাদক চক্র চালানোর অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অভিবাসীদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে।
  • Link to this news (প্রতিদিন)