সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবলা প্রাণীর উপর নারকীয় অত্যচার যোগীরাজ্যে। সেখানে পথকুকুরকে জোর করে মদ খাইয়ে ভিডিও করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে জীতেন্দ্র ওরফে বল্লম নামের ওই অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে পশুর উপরে অত্যাচারের অভিযোগে একধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পথকুকুরের উপরের অত্য়াচারের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপত এলাকায়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাতেরবেলা হাতে মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটছেন বল্লম। কী খেয়াল হয় হঠাৎই তিনি একটি পথকুকুরকে চেপে ধরেন। কুকুরটি প্রাণপন পালানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। তখনই বোতল খুলে কুকুরের গলায় মদ ঢেলে দেন তিনি। ধৃতের বিরুদ্ধে পশুর উপরে অত্যাচারের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
অভিযুক্ত যুবকের এক সঙ্গী গোটা ঘটনার ভিডিও করেন। যা সমাজমাধ্যমে ভাইরাল হয়। অধিকাংশ মানুষ অবলা প্রাণীর উপর অত্যাচারের প্রতিবাদ করেন। এরপর পুলিশের নজরে আসে ঘটনাটি। দ্রুত ভিডিও দেখে যুবককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পশুর উপরে অত্যাচারের অভিযোগে একধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।