• সিনেমাহলের মহিলা শৌচাগারের ভিডিও তোলার অভিযোগ, বেঙ্গালুরুতে গ্রেপ্তার নাবালক
    প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর একটি সিনেমা হলে মহিলা শৌচাগারের ভিডিও তোলার ঘটনায় গ্রেপ্তার এক কিশোর। মহিলা শৌচাগারের উঁকি দেওয়া এবং ভিডিও করার অভিযোগে আরও এক কিশোরকে খুঁজছে পুলিশ। গ্রেপ্তার নাবালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় বেঙ্গালুরুর শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

    মাডিওয়ালা থানার পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ সন্ধ্যা নামের একটি সিনেমাহলে গোলমাল চলছে বলে ফোন আসে। ওই সিনেমাহলের মহিলা শৌচাগারের ভিতরে ভিডিও তোলার অভিযোগ করেন এক মহিলা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। তখনই এক কিশোরকে আটক করা হয়। অভিযোগ, সে শৌচাগারের ভিতরের ভিডিও তুলেছিল। হাতেনাতে তাকে ধরে ফেলে জনতা।

    জিজ্ঞাসাবাদের জন্য কিশোরকে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, ওই কিশোরের সঙ্গে ছিল সমবয়সি এক নাবালক। গ্রেপ্তার হওয়া কিশোরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সিনেমাহল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। অভিযুক্ত কিশোরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)