• উত্তরপ্রদেশে ফের চলল বুলডোজার, ভাঙা হল বেআইনি মসজিদ-মাদ্রাসা
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • সম্ভল: ফের যোগীরাজ্য উত্তরপ্রদেশে চলল বুলডোজার। সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে রবিবার গভীর রাতে তৎপর হয়েছিল সম্ভলের প্রশাসন। মূলত সংখ্যালঘু প্রভাবিত এলাকায় বেশ কিছু বেআইনি বাড়িঘর ভেঙে দেওয়া হয়। একইসঙ্গে ওই জেলার বেশ কয়েকটি গ্রামে অবৈধভাবে তৈরি বেশ কিছু মসজিদ ও মাদ্রাসা বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গায় আবার সরকারি বুলডোজার চলার আশঙ্কায় স্থানীয়রাই অবৈধ কিছু বাড়িঘর ভেঙে দেন।

    জানা গিয়েছে, সম্ভলের দীপা সরাই এলাকাটি মূলত সংখ্যালঘু অধ্যুষিত। দীর্ঘদিন ধরেই সেখানে বিদ্যুৎ চুরির ঘটনা ঘটছে। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে সম্ভলের সাংসদ জিয়াউর রহমানের বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া ও পুলিশ সুপার কৃষ্ণকুমার বিষ্ণোইয়ের নেতৃত্বে শুরু হয় অভিযান। সূত্রের খবর, বহু বাড়িতেই বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ মিলেছে। তৎক্ষণাৎ সেই সমস্ত লাইন কেটে দেওয়া হয়।

    সালেমপুর সালার গ্রামে আবার যোগী প্রশাসনের বুলডোজারের ভয়ে বেআইনিভাবে তৈরি মসজিদ ভেঙে দেন স্থানীয়রাই। জানা গিয়েছে, গ্রাম সমাজের সম্পত্তি হিসাবে নথিবদ্ধ প্রায় ৪৩৯ স্কোয়ার মিটার জমিতে বিনা অনুমতিতে ওই মসজিদ তৈরি করা হয়েছিল। সম্ভলের তহসিলদার ধীরেন্দ্র প্রতাপ জানান, গতকাল সকাল ১০টা নাগাদ ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত ওই মসজিদটি ভাঙার কথা ছিল। কিন্তু গ্রামবাসীরা তার আগেই একটি বেসরকারি সংস্থার থেকে বুলডোজার এনে মসজিদটি ভেঙে দেন। হাজিপুর গ্রাম পঞ্চায়েতের আড়াই বিঘা জমি অবৈধভাবে দখল রাখার অভিযোগ উঠেছিল একটি মাদ্রাসার বিরুদ্ধে। নোটিস দেওয়ার পরেও সেই জমি খালি না করায় বুলডোজার চালায় জেলা প্রশাসন। রাওয়া বুজুর্গ গ্রামেও সরকারি জমিতে তৈরি একটি বেআইনি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)