ওএনজিসির পাইপলাইন লিক করে আগুন অন্ধ্রপ্রদেশে, চাঞ্চল্য
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: ওএনজিসির গ্যাস পাইপলাইনের ওয়েলে ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্ধ্রপ্রদেশের ডঃ বি আর আম্বেদকর কোনাসীমা জেলার এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। ধানজমির মাঝখান থেকে উঠছে কালো ধোঁয়া। খবর পেয়েই রাজামুন্দ্রি থেকে মোরি গ্রামে যান ওএনজিসির শীর্ষস্থানীয় অফিসাররা। জানা গিয়েছে, গত এক বছর ধরে কার্যকর থাকা মোরি-৫ ওয়েলে ওই অগ্নিকাণ্ড ঘটে। গ্যাস পাইপলাইনে লিকেজের কারণেই আগুন লেগে যায়। বর্তমানে ওই পাইপলাইনের তত্ত্বাবধানে রয়েছে দীপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কী কারণে লিকেজের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল অফিসার বালাকৃষ্ণ বলেন, ভয়াবহ ওই আগুন দেখে মালকিপুরম মণ্ডল গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরাই ওএনজিসি অফিসারদের খবর দেন।