• আমেরিকায় প্রাক্তন প্রেমিকাকে খুন, ভারতে ফিরতেই ধৃত যুবক
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • চেন্নাই: প্রাক্তন প্রেমিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্বেগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন যুবক। অবশেষে তরুণীকে খুনের অভিযোগে ওই যুবককেই গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, আমেরিকায় প্রাক্তন প্রেমিকাকে খুন করে ভারতে পালিয়ে আসে অভিযুক্ত। সোমবার তাকে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

    অভিযুক্তের নাম অর্জুন শর্মা (২৬)। আমেরিকা নিবাসী তেলুগু তরুণী নিকিতা রাও গোদিশালা (২৭) সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিল সে। তবে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। গত ২ জানুয়ারি হাওয়ার্ড কাউন্টি পুলিশের কাছে গিয়ে অর্জুন জানায়, নিকিতাকে নতুন বছরের প্রাক্কালে দেখা গিয়েছিল। তারপর থেকেই তিনি নিখোঁজ। তদন্ত শুরু হয়। দেখা যায়, অভিযোগ জানানোর পরেই আমেরিকা ছেড়ে ভারতে এসেছে অর্জুন। এরপরই মেরিল্যান্ডে অর্জুনের ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই উদ্ধার হয় নিকিতার দেহ। ডেটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট নিকিতার দেহে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। এরপরই আমেরিকার ফেডারেল সংস্থা ও ভারতের তদন্তকারী সংস্থার মধ্যে সমন্বয় শুরু হয়। ইন্টারপোলের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়েছে অর্জুনকে। শীঘ্রই তাকে আমেরিকায় ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। নিহত নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকায় ভারতীয় দূতাবাস। 
  • Link to this news (বর্তমান)