• ম্যারাথনে তৃতীয় স্থান পাওয়ার পরই অচৈতন্য কিশোরী, হাসপাতালে মৃত্যু
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • পালঘর: শীতের মরশুমে স্কুলে চলছে স্পোর্টস। দশম শ্রেণির ছাত্রী রোশনি গোস্বামী ম্যারাথন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে। তবে সেই আনন্দের মুহূর্ত এক পলকেই বদলে যায় বিষাদে। দৌড় সম্পূর্ণ করার পরই তার শ্বাসকষ্ট শুরু হয়। মাটিতে বসে পড়ার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারায় ওই ছাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

    ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরের উমবারাগাঁওয়ে। স্থানীয় ভারতী অ্যাকাডেমি ইংলিশ স্কুলের শীতকালীন স্পোর্টস চলাকালীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিযোগিতা শেষ করার পরই অসুস্থ বোধ করতে থাকে রোশনি। কিছুক্ষণের মধ্যেই সে অচৈতন্য হয়ে পড়ে। শিক্ষকরা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। স্কুলের অধ্যক্ষ রাকেশ শর্মা জানান, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। রোশনির মা সুনিতাবেন জানান, ‘স্বাভাবিকভাবেই দিন শুরু করেছিল রোশনি। ভালোমতো খাবার খেয়ে সে লাঞ্চ প্যাক করে স্কুলের জন্য বেরোয়। ম্যারাথনে অংশ নিচ্ছে বলে সে আমার পা ছুঁয়ে আশীর্বাদও নিয়ে যায়। অথচ বিকেল হতেই আমাদের পৃথিবীটা বদলে গেল।’ ঘোলওয়াদ থানার আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রতিযোগিতা চলাকালীন বেশ কয়েকজন পুলিশকর্মীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। অবশ্য এই ঘটনায় অনেকেই স্কুলের গাফিলতির প্রশ্ন সামনে এনেছে। তাঁদের দাবি, স্কুলপড়ুয়াদের সঠিকভাবে স্বাস্থ্যপরীক্ষা না করেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হচ্ছে। ঘটনাস্থলে কোনও চিকিৎসক বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয় না। এই ধরনের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই নয়।
  • Link to this news (বর্তমান)