উমর-শারজিলকে জামিন দিল না সুপ্রিম কোর্ট, আর্জি মঞ্জুর বাকি পাঁচ অভিযুক্তর, এক বছরের আগে আর আবেদন নয়
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: দিল্লি হিংসা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের স্বস্তি মিলল না। তাঁদের জামিনের আর্জি নাকচ করল সুপ্রিম কোর্ট। তবে অন্য পাঁচ অভিযুক্ত গুলফিশা ফতিমা, মীরা হায়দার, শিফাউর রহমান, মহম্মদ সালিম খান এবং সাদাব আহমেদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে। সোমবার বিচারপতি অরবিন্দ কুমার ও এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছে, খালিদ ও শারজিলের বিরুদ্ধে সরকারপক্ষের প্রাথমিক প্রমাণ সন্তোষজনক। অন্যদের সঙ্গে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ফারাক রয়েছে।
২০২০ সালে সিএএ এবং এনআরসি বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায়। মৃত্যু হয় ৫৩ জনের। জখমের সংখ্যা ৭০০ জনেরও বেশি। উমর, শারজিল সহ অন্যদের বিরুদ্ধে ইউএপিএ এবং পূর্বতন আইপিসির একাধিক ধারায় মামলা করে দিল্লি পুলিশ। সেই মামলায় গত পাঁচ বছর জেলবন্দি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র দুই প্রাক্তন পড়ুয়া। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার সব সাক্ষীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হলে কিংবা ১ বছর পর ফের জামিনের আর্জি করতে পারবেন উমররা। আদালতের পর্যবেক্ষণ, বিচারপ্রক্রিয়ায় বিলম্বের যুক্তি জামিনের আর্জির ‘ট্রাম্প কার্ড’ হতে পারে না। দিল্লি হিংসা মামলায় উমর ও খালিদকে অন্যতম ‘মাস্টারমাইন্ড’ বলে উল্লেখ করেছিল পুলিশ। এদিন আদালত বলেছে, ‘উমর ও শারজিলের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণগুলি সন্তোষজনক।’ তবে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রযোজ্য কিনা, তা খতিয়ে দেখছে আদালত।
আদালতের রায়ে হতাশ উমরের বাবা এসকিউআর ইলিয়াস। তিনি বলেছেন, ‘দুভার্গ্যজনক। আদালতের রায় নিয়ে কিছুই বলার নেই।’ তবে অন্য সঙ্গীদের জামিনে উমর খুশি বলে জানিয়েছেন তাঁর বান্ধবী বনজ্যোৎস্না লাহিড়ি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘উমর বলেছে, যারা জামিন পেল তাঁদের জন্য আনন্দিত। কাল দেখা করতে আসব শুনে উমর বলল, চলে এসো। এখন তো এটাই জীবন।’ শারজিলের কাকা আরশাদ ইমামের গলাতেও আক্ষেপ। তিনি বলেছেন, ‘ওর জামিন নিয়ে আশায় ছিলাম। তবে ভারতের নাগরিক হিসেবে শীর্ষ আদালতের রায়কে সম্মান করি’। এদিনের রায়কে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেছেন, ‘দিল্লিকে যারা হিংসার আগুনে ঠেলে দিয়েছিল, তাদের শাস্তি পেতেই হবে।’ উমর ও শারজিলদের সমর্থকদের ‘পার্টনার ইন ক্রাইম’ বলে তোপ দেগেছেন তিনি। অন্যদিকে এক্স হ্যান্ডলে কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়্গের কটাক্ষ, ‘বিকশিত ভারতে স্বাগত। এখানে প্রতিবাদের জন্য হাজতবাস করতে হয়, তবে ধর্ষকের জামিন মেলে।’