• প্রাক্তন বিজেপি বিধায়ক সঙ্গীত সোমকে বাংলাদেশ থেকে খুনের হুমকি দিয়ে ফোন
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • মিরাট: বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের কেকেআরে অন্তর্ভূক্তির বিরোধিতা করেছিলেন তিনি। তাই তাঁকে বাংলাদেশ থেকে ফোনে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ করলেন উত্তরপ্রদেশের সরধানার প্রাক্তন বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সঙ্গীত জানিয়েছেন, সোমবার সকাল ৮টা নাগাদ তিনি একটি অজ্ঞাত নম্বর থেকে হুমকি ফোন পান। একই সঙ্গে তাঁকে মেসেজ এবং ভিডিও কলেও হুমকি দেওয়া হয়। প্রাণে মারার হুমকির পাশাপাশি বেশ কয়েকটি নিউজ চ্যানেলে আগুন ধরানো হবে বলে জানানো হয়। সঙ্গীত বলেন, ‘এর পরেও সনাতন ধর্ম এবং জাতীয় স্বার্থে সুর চড়াব। হুমকি দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।’ স্টেশন হাউস অফিসার দীনেশ প্রতাপ সিং বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বাংলাদেশি নম্বর থেকে কল করা হয়েছে। তাঁর কথায়, ‘অভিযোগের গুরুত্ব বিচার করে সাইবার সেল এবং অন্যান্য প্রযুক্তি সংস্থা কল ডিটেলস এবং ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করছে।’ সার্কল অফিসার (সারধানা) আশুতোষ কুমার বলেন, ‘টেকনিকাল অ্যানালিসিস করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

    ৩১ ডিসেম্বর প্রথমবার মুস্তাফিজুরের আইপিএল খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সঙ্গীত। তিনি সাফ জানিয়েছিলেন, বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। সেই দেশের একজন ক্রিকেটার আইপিএল খেলতে পারেন না। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে দল থেকে ছেঁটে ফেলে শাহরুখ খানের টিম। 
  • Link to this news (বর্তমান)