আইআরসিটিসি দুর্নীতিতে লালুর বিচারে স্থগিতাদেশ দিল না কোর্ট
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: আইআরসিটিসি দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেলেন না লালুপ্রসাদ যাদব। আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন রেলমন্ত্রীর বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। সোমবার বিচারপতি স্বরণা কান্তা শর্মা জানান, এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নোটিশ পাঠানো হয়েছে। সিবিআইয়ের বক্তব্য না শুনে বিচারপ্রক্রিয়া স্থগিতের বিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। মামলার পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি। এদিন লালুপ্রসাদের আইনজীবী কপিল সিবাল ও মনিন্দর সিং আদালতে জানান, ট্রায়াল কোর্টে বিচার দ্রুত এগোচ্ছে। এক মাসের মধ্যেই দু’জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আর সেই কারণেই তাঁরা বিচারপ্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়েছেন। তবে হাইকোর্টের বিচারপতির মন্তব্য, আবেদনটি আরও আগে করা যেত। সিবিআইয়ের পক্ষের আইনজীবীও আদালতের কাছে জবাব দাখিলের জন্য সময় চান। উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ অক্টোবর ট্রায়াল কোর্ট এই মামলায় লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব সহ আরও ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় চার্জ গঠন করে।