নয়াদিল্লি (পিটিআই): পঞ্চায়েত ব্যবস্থা ও কাজের অধিকাররক্ষার স্বার্থে দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। আগামী ১০ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি গোটা দেশে ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ পালন করবে হাত শিবির। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ও জয়রাম রমেশ সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তাঁদের দাবি, মোদি সরকার আইনে বদল করে কর্মনিশ্চয়তা প্রকল্পটির কেন্দ্রীকরণ করেছে। নয়া আইনে কর্মসংস্থান আর নাগরিকদের অধিকার বলে বিবেচিত হবে না। কেন্দ্রের এই পদক্ষেপকে আদালতে চ্যালেঞ্জ জানানো হবে। প্রশ্ন উঠেছে, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শাসনাধীন রাজ্যগুলি কি কেন্দ্রের এই নয়া আইন কার্যকর করার পথে হাঁটবে। উত্তরে বেণুগোপাল বলেন, এবিষয়ে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। জয়রাম রমেশের দাবি, নয়া আইনে প্রকল্পের ৪০ শতাংশ খরচ রাজ্যগুলির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাজ্যগুলির সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আন্দোলনের রূপরেখা প্রসঙ্গে দুই কংগ্রেস নেতা জানিয়েছেন, ১০ জানুয়ারি জেলা স্তরে সাংবাদিক বৈঠক হবে। ১১ তারিখ দিনভর অনশন কর্মসূচি ও জেলা সদরদপ্তরগুলিতে প্রতীকী প্রতিবাদ হবে। ১২ থেকে ২৯ জানুয়ারি গ্রাম পঞ্চায়েত স্তরে সাধারণ মানুষের সঙ্গে এবিষয়ে আলোচনা ও মত বিনিময় হবে। ৩০ জানুয়ারি ওয়ার্ড স্তরে চলবে ধর্না। ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি রাজ্যে রাজ্যে বিধানসভা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। ১৬ থেকে ২৫ ফেব্রুয়ারি বিশাল সমাবেশের আয়োজন করা হবে।