নয়াদিল্লি: ‘আপনারা তো ঈশ্বরকেও রেহাই দিলেন না!’ কেরলে শবরীমালার আয়াপ্পা মন্দিরে সোনা চুরির মামলায় এভাবেই উষ্মা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এই মামলার রায়ে কড়া মন্তব্য করেছিল কেরল হাইকোর্ট। সেই রায়ের পাঁচটি অনুচ্ছেদ বাদ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দেবস্বম বোর্ডের প্রাক্তন সদস্য কেপি শংকর দাস। তাঁর আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এব্যাপারে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এসি শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আদালতের মন্তব্য মুছে ফেলার প্রশ্নই ওঠে না’। প্রাক্তন সদস্য শংকরও যে চুরির দায় এড়াতে পারেন না, জানিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের সোনায় মোড়া তামার পাত ও অন্যান্য সামগ্রী মেরামতের জন্য দেওয়া হয়েছিল। পরে সেগুলি ফেরত এলে দেখা যায় সোনার পরিমাণ কমে গিয়েছে। তদন্তকারীদের সন্দেহ, বিপুল সোনার একটি অংশ বিক্রি করা হয়েছে। মামলার মূল অভিযুক্ত উন্নিকৃষ্ণণ পট্টি। তদন্তকারীরা জানিয়েছেন, ব্যক্তিগত লাভের জন্য সোনা সরিয়েছিলেন তিনি। শীর্ষ আদালত উল্লেখ করেছে, শংকরের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে হাইকোর্ট কিছুটা স্বস্তি দিয়েছিল রায়ের ক্ষেত্রে। ফলে আলাদা করে কোনও মন্তব্য বাদ দেওয়ার প্রয়োজন নেই।