• এবার নতুন বীজে কৃষকদের বাড়তি আয়ের স্বপ্ন ফেরি মোদি সরকারের
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিকশিত ভারত-জি রাম জি আইন নিয়ে চাপের মুখে কৃষকদের মন জয়ে জোর দিচ্ছে মোদি সরকার। উন্নত বীজ ব্যবহারে উৎপাদন বাড়ানোর সম্ভাবনা সামনে রেখে কৃষকের বাড়তি উপার্জনের স্বপ্ন দেখাচ্ছে কেন্দ্র। ২০২২ সালের মধ্যে কৃষকের উপার্জন দ্বিগুন করার প্রচার করলেও তা পূরণে ব্যর্থ নরেন্দ্র মোদি। তাই এবার উন্নত বীজ ব্যবহারে কম সময়ে কম জমিতে অধিক ফসল ফলানোর উদ্যোগ বাড়ানো হচ্ছে। আইসিএআরের উদ্যোগে নতুন ১৮৪ রকমের বীজ সামনে এনেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। যদিও ধান, জোয়ার, বাজরা, রাগি, বাদাম, অড়হর, মুগ ও বিউলির ডালের মতো ২৫ ধরনের ফসলের এই বীজ আগামী তিন বছরের মধ্যে কৃষকের কাছে পৌঁছবে। ফলে ঘটা করে ঘোষণা হলেও বাস্তবে ফসলের উৎপাদন বৃদ্ধির সুযোগ এখনই নেই। তবুও ভিবি-জি রাম জি আইনের চাপ থেকে দৃষ্টি ঘোরাতে নতুন বীজে বাড়তি উৎপাদনের ‘গাজর’ ঝোলাচ্ছে মোদি সরকার। 

    কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল বীজের জোরে আগের চেয়ে খাদ্যশস্য উৎপাদন অনেক বেড়েছে। বর্তমানে চাল উৎপাদনে চীনকে ছাপিয়ে গিয়েছে ভারত। চীন ১৪৫.২৮ মিলিয়ন টন চাল উৎপাদন করেছে। সেখানে ভারত করেছে ১৫০.১৮ মিলিয়ন টন। আগামীদিনে অন্যান্য ফসলের ক্ষেত্রেও একইভাবে উৎপাদন বাড়ানোই লক্ষ্য। তারই জন্য ধানের ৬০, ভুট্টার ৫০টি নতুন প্রজাতির চাষের বীজ আবিষ্কার হয়েছে। প্রোটিন বৃদ্ধি করবে ডালের এমন ছ’টি নতুন প্রজাতির বীজের পাশাপাশি সরষে, কুসুম, তিল, চিনাবাদামের মতো ১৩টি নতুন প্রজাতি রয়েছে। আখের ৬ টি এবং তুলোর ২৪টি প্রজাতি সরকারের নতুন উন্নত বীজের তালিকায় রয়েছে।
  • Link to this news (বর্তমান)