• কথা দিয়েছিলেন অভিষেক, চা বাগানের ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্ক স্কুলবাস চালু
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাজ্যে বিধানসভা ভোটের আগে মাদারিহাট ও কালচিনির দুর্গম এলাকার চা বাগানগুলির পড়ুয়াদের জন্য চালু হল স্কুলবাস। নিঃশুল্ক এই বাস পরিষেবা মিলবে পড়ুয়াদের। যা শুনে উৎফুল্ল বাগানগুলির পড়ুয়া ও অভিভাবকরা। রাজ্য সরকার শিশুসাথী প্রকল্প থেকে চা বাগানের পড়ুয়াদের জন্য এই বাস চালু করল। 

    গত শনিবার আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানের দমনপুর আউট ডিভিশনের মাঠে চা শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই এমপি বলেছিলেন, চা বাগানের পড়ুয়াদের জন্য খুব শীঘ্রই স্কুলবাস চালু হয়ে যাবে। তারপরেই সোমবার মাদারিহাটে চারটি ও কালচিনি ব্লকের একটি রুটে পড়ুয়াদের এই বাস পরিষেবা চালু হল। 

    মাদারিহাটে চারটি রুট হল ঢেকলাপাড়া চা বাগান-বীরপাড়া, লংকাপাড়া চা বাহান-বীরপাড়া, মুজনাই চা বাগান থেকে এথেলবাড়ি ও টোটোপাড়া থেকে ভায়া হান্টাপাড়া চা বাগান হয়ে মাদারিহাট সদর। আর কালচিনি ব্লকের রুটটি হল সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান থেকে কালচিনি সদর। দুই ব্লকে পাঁচটি রুটে দুর্গম বর্ধিষ্ণু প্রায় ১৫টি চা বাগানের পড়ুয়ারা সম্পূর্ণ বিনা ভাড়ায় এই বাস পেয়ে উপকৃত হল। 

    ছাব্বিশের ভোটের আগে এই স্কুলবাস পেয়ে খুশি চা বাগানগুলির পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। ঢেকলাপাড়ার এক পড়ুয়ার মা হিমন্তি কুজুর বলেন, ছোট গাড়িতে ঢেকপাড়া থেকে বাদুরঝোলা হয়ে বীরপাড়ায় স্কুলে যাতায়াতে কমপক্ষে ৪০ টাকা ভাড়া দিতে হয়। আমাদের মতো শ্রমিকদের পক্ষে এত টাকা দিয়ে রোজ ছেলেমেয়েদের স্কুলে পাঠানো সম্ভব হয় না। নিঃশুল্ক এই বাস পরিষেবা চালুর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। 

    রাজনৈতিক মহল মনে করছে, ছাব্বিশের ভোটযুদ্ধের আগে চা বাগানে এই বাস পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক। শাসকদলের মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো বলেন, চা বাগানের ছেলে হিসাবে জানি বাগান থেকে শহরে পড়তে গেলে যাতায়াতের কত কষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন বাগানে শ্রমিকদের পাশে আছেন। তিনি কথা দিলে কথা রাখেন। সেটাই করে দেখাচ্ছেন। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)