• মাথাভাঙা-১ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে একুশ কিমি রাস্তা বানাতে বরাদ্দ ১৫ কোটি, কাজের সূচনা
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, মাথাভাঙা: সোমবার মাথাভাঙা-১ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে পাঁচটি রাস্তার কাজের সূচনা করা হল। ব্লকের জোরপাটকি, কুর্শামারি, শিকারপুর, বৈরাগীরহাট ও গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তাগুলি তৈরি করা হবে। পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, মোট ২১ কিমি পাকা রাস্তার জন্য প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দ্রুত ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকায়ও রাস্তার কাজ শুরু হবে। এলাকায় নতুন পাকা রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা। এদিন কাজের সূচনা করেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। উপস্থিত ছিলেন মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান, সহ সভাপতি মহেন্দ্রনাথ বর্মন। 

    প্রসঙ্গত, পথশ্রী প্রকল্পে রাজ্যব্যাপী গ্রামীণ এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে। মাথাভাঙা-১ ব্লকের ১০টি পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা পাকা করার কাজ শুরু হল এদিন থেকে। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শীতলকুচি রাজ্য সড়ক থেকে শৌলমারি স্কুল পর্যন্ত প্রায় সাড়ে তিন কিমি পাকা রাস্তার কাজের সূচনা হয়েছে। কুর্শামারি বাজার থেকে উত্তর দিকে ভবেরহাট পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিমি পাকা রাস্তার কাজেরও সূচনা করা হয়েছে এদিন। শিকারপুরের চেলচেলি বাজারেও একটি পাকা রাস্তার কাজের সূচনা হয়েছে এদিন। 

    মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান বলেন, আমরা বাসিন্দাদের দাবি মেনে পাকা রাস্তার ডিপিআর পাঠিয়েছিলাম। বরাদ্দ আসায় কাজ শুরু করা হল। বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে যাতে রাস্তার কাজ শেষ হয় সেই ব্যাপারেও জানানো হয়েছে। মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেন্দ্রনাথ বর্মন বলেন, আমাদের ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এদিন পাঁচটি পঞ্চায়েতে বরাদ্দকৃত রাস্তার কাজের সূচনা করা হয়েছে। বাকি পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায়ও পাকা রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)