প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হতে পারে মালদহ থেকে
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মালদহ: হাওড়া-গুয়াহাটি রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হতে পারে মালদহ থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে রবিবার মালদহ টাউন স্টেশনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তথা সিইও সতীশ কুমার। পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, মালদহ টাউন স্টেশন থেকে প্রধানমন্ত্রী বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে পারেন। তারই পরিকাঠামো খতিয়ে দেখতে এই স্টেশন পরিদর্শনে আসেন রেলবোর্ডের চেয়ারম্যান ও চিফ এগজিকিউটিভ অফিসার। তবে উদ্বোধনের দিন এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।