মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকে ৩কিমি ঢালাই রাস্তার কাজের শিলান্যাস
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের কাপাসডাঙা পঞ্চায়েতে তিন কিমি ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হল। রাস্তাটি পথশ্রী-৪ প্রকল্পে তৈরি হবে। এদিন বিকেলে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে কাজের শিলান্যাস করেন তৃণমূল নেত্রী শাওনি সিংহরায়। সেখানে তৃণমূলের মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক সভাপতি মহম্মদ গোলাম আকবরি, কাপাসডাঙা পঞ্চায়েতের প্রধান কবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। রাস্তাটি তৈরি করতে ১কোটি ৮২লক্ষ ৫৬হাজার টাকা খরচ হবে।
শাওনি সিংহরায় বলেন, শিবনগর ও বরোন্দা মৌজার বেশ কয়েকটি গ্রামের মানুষ কৃষিজমিতে যাওয়া সহ অন্য কাজে এই রাস্তা ব্যবহার করেন। মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল ছিল। ফলে বর্ষাকালে চরম ভোগান্তি হত। এদিন শিলান্যাস হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। -নিজস্ব চিত্র