বর্ধমানে স্পন্দন স্টেডিয়ামে শুরু ভদ্রেশ্বর গোল্ড কাপ
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বর্ধমান: সোমবার থেকে বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে শুরু হল ভদ্রেশ্বর গোল্ড কাপ। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এদিন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, জেলাশাসক আয়েশা রানি এ, পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, আয়োজক সনৎকুমার নন্দী, পার্থসারথি নন্দী ও পলাশ নন্দী উপস্থিত ছিলেন। আয়োজকরা সকলকে খেলা দেখতে আসার জন্য আহ্বান জানান। পরে মাঠে খেলা দেখতে হাজির হন জাতীয় দলের প্রাক্তন দুই ফুটবলার রহিম নবি ও অ্যালভিটো ডি-কুনহা। মাঠে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়। এদিনের ম্যাচে মুখোমুখি হয় বর্ধমানের রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব ও মহামেডান স্পোর্টিং ক্লাব। সাডেন ডেথে হেরে ভদ্রেশ্বর গোল্ড কাপ থেকে বিদায় নেয় রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব।
এদিনের ম্যাচে প্রাধান্য ছিল রাজনন্দিনীর। দুই অর্ধ মিলিয়ে তারা গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু, গোলমুখে স্ট্রাইকারদের ব্যর্থতায় তারা গোল পায়নি। দু’টি ক্ষেত্রে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে গোলের সহজ সুযোগ নষ্ট করেন ইয়াকুবু। দু’টি ক্ষেত্রে গোলের সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন অপর বিদেশি সাবিত। তবে, রাজনন্দিনী স্পোর্টিংয়ের আকাশ দাস, রানা ঘরামি, রাহুল পাশোয়ান ভালো খেলেছেন। মহমেডানের হয়ে তাঁদের বিদেশি ডিফেন্ডার সানডে বেশ ভালো খেলেছেন। তবে, শেষদিকে তাঁর দমের ঘাটতি এবং ফিটনেসের সমস্যা নজরে আসে। বারবার চোট পেয়ে তিনি মাঠে শুয়ে পড়ছিলেন। মহমেডানের গোলরক্ষক পাশাং বেশ ভালো খেলেছেন।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দু’দলই ৩টি করে গোল করে। ফলে, ম্যাচ সাডেন ডেথে যায়। টাইব্রেকারে পিছিয়ে থাকা অবস্থায় মোক্ষম চাল দেন মহমেডানের কোচ সুলে মুসা। দুর্দান্ত খেলা গোলকিপার পাশাংকে সরিয়ে তিনি উত্তর ২৪ পরগনার অশোকনগরের অঙ্কিতকে নামান। বাঁদিকে ঝাঁপিয়ে গোল বাঁচিয়ে দলকে ম্যাচে ফেরান অঙ্কিত। সাডেন ডেথে সৌরভ দাসের নেওয়া শট বাঁদিকে ঝাঁপিয়ে তিনি বাঁচান। রাজনন্দিনী স্পোর্টিংও সাডেন ডেথে গোলকিপার পরিবর্তন করে। কিন্তু, কাজে আসেনি। নিজেই সাডেন ডেথে গোল করে দলকে জয় এনে দেন অঙ্কিত। তিনি প্রথম শট বাঁচানোর পর মুসার উল্লাস প্রকাশের ধরনের কারণে তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে ম্যাচ জিতে উল্লাস প্রকাশ করেন কোচ সহ খেলোয়াড়রা। নিজস্ব চিত্র