• তীব্র ঠান্ডায় সাড়ে ৭টা থেকে ক্লাস শুরু নির্দেশ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, সিউড়ি: গত এক সপ্তাহ ধরে জেলায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। অত্যাধিক ঠান্ডার জন্য সকালের দিকে বাড়ি থেকে বের হওয়াই কষ্টকর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মর্নিং স্কুলে যেতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। স্কুলগুলিতে পড়ুয়া হচ্ছে না। অনেকে অসুস্থও হয়ে পড়ছে। তাই পড়ুয়াদের কথা মাথায় রেখে জেলার মর্নিং স্কুলগুলির সময় আরও এক ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৭টায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে। সোমবার থেকেই সেই নির্দেশিকা কার্যকর হয়েছে।

    শীতের দাপট এতটাই বেড়েছে যে, জেলার বোলপুর, সিউড়ি শহরকে দার্জিলিংয়ের সঙ্গে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় মিম ভাইরাল হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন বীরভূম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের দাবি, আগামী এক সপ্তাহও জেলার তাপমাত্রা পারদ ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে। এই পরিস্থিতিতে সাত সকালে স্কুলে যাওয়ার ক্ষেত্রে শিশুদের সমস্যায় পড়তে হচ্ছে। শীতের কারণে স্কুলে আসতে পারছে না অনেক শিশু। সেই জন্য স্কুলের উপস্থিতির হার কমছিল। তাই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে ওই নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত স্কুল সকালে হয়। অত্যাধিক ঠান্ডার জন্য সেই সমস্ত স্কুল সকাল সাড়ে ৭টায় চালু করতে হবে। যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া হয়, ততদিন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। 

    প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, মর্নিং স্কুল সকাল সাড়ে ৬টায় শুরু হয়। সাড়ে ১০টা পর্যন্ত চলে। মূলত, যে সমস্ত প্রাথমিক স্কুল ও হাইস্কুলের সঙ্গে একই চত্ত্বরে রয়েছে, সেই সমস্ত স্কুলগুলি সকাল খোলা হয়। সেই সমস্ত মর্নিং সেশনের স্কুলগুলিকে সময় এক ঘণ্টা পিছনোর নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সকাল সাড়ে ১১টা পর্যন্ত স্কুল চলবে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নির্দেশিকায় খুশি অভিভাবকরা। 

    জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, অত্যধিক ঠান্ডায় প্রাপ্তবয়স্ক মানুষদের পক্ষে বাড়ির বাইরে যাওয়া মুশকিল হচ্ছে। শিশুদের অবস্থা আরও কাহিল। ঠান্ডার কারণে অনেক পড়ুয়া স্কুলে আসতে পারছে না। শিশুদের সুবিধা ও তাদের  স্বাস্থ্যের কথা ভেবেই আমরা এই নির্দেশ দিয়েছি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)