হালিশহরেও শুরু সেবাশ্রয় কেন্দ্র, প্রথম দিনই সাতশোর বেশি মানুষের চিকিৎসা, ডায়মন্ডহারবার মডেল বারাকপুর লোকসভা কেন্দ্রেও
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেলে ‘সেবাশ্রয়’ চালু হল বারাকপুর লোকসভা কেন্দ্রেও। হালিশহরের রামপ্রসাদ খেলার মাঠে এর সূচনা হল সোমবার। স্বাস্থ্য পরীক্ষা করাতে সেবাশ্রয় কেন্দ্রের সামনে লম্বা লাইন পড়ে যায়। ১৮টি কাউন্টারে সব ধরনের চিকিৎসার সুযোগ পেলেন এলাকাবাসীরা। সন্ধ্যা পর্যন্ত ৭০০ জন বিভিন্ন বিভাগে চিকিৎসা পেয়েছেন। জেনারেল মেডিসিন, নিউরো, কার্ডিয়োলজি, নেফ্রোলজি, গাইনো, ডার্মাটোলজি প্রভৃতি বিভাগে চিকিৎসা হয়। এছাড়া এক্সরে, সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, ইসিজি, এমআরআই-এর ব্যবস্থাও রয়েছে। লোকসভার প্রতিটি বিধানসভা কেন্দ্রে চারদিন করে এই সেবাশ্রয় কেন্দ্র হবে। সর্বশেষ ক্যাম্প হবে ২৬ জানুয়ারি, নৈহাটি স্টেডিয়ামে।
এদিন এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, হালিশহরের বাসিন্দা তথা বিধায়ক রাজ চক্রবর্তী, বিধায়ক সনৎ দে, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, প্রধান উদ্যোক্তা সাংসদ পার্থ ভৌমিক প্রমুখ। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কোন দলাদলি না করে, রং বিচার না করে সাধারণ মানুষ যাতে সব ধরনের চিকিৎসা পায়, সেই উদ্দেশ্যেই এই কর্মসূচি। রথীন ঘোষ পার্থ ভৌমিকের এই উদ্যোগের প্রশংসা করেন। পার্থ ভৌমিক জানান, সোমবার থেকে প্রতিটি বিধানসভা ক্ষেত্রে তিন, চারদিন করে এই ক্যাম্প হবে। এরপর যাঁদের অপারেশন করা দরকার, তাঁদের সাহায্যে চূড়ান্ত শিবির হবে ছাব্বিশে জানুয়ারি, নৈহাটি স্টেডিয়ামে।
এদিনের রামপ্রসাদ মাঠের এই সেবাশ্রয় কেন্দ্রের অন্যতম আয়োজক স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী বলেন, আমরা ডায়মন্ডহারবার মডেলের অনুকরণেই শিবিটি করার চেষ্টা করেছি। ডাক্তারদের বসার জন্য ১৮টি মডিউল করা হয়েছে। বিনা পয়সার ওষুধ দেওয়া হচ্ছে। আজ, মঙ্গলবার কাঁচড়াপাড়ার আর পি স্কুলের মাঠে একইরকমের সেবাশ্রয় কেন্দ্রের উদ্বোধন হবে। একই সঙ্গে নৈহাটির মীরাবাগান মাঠেও শুরু হবে সেবাশ্রয় কেন্দ্র। নিজস্ব চিত্র