পদ নিয়ে ঘরে বসে থাকবেন না, কড়া বার্তা তৃণমূলের বনগাঁ জেলা সভাপতির
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: পদ নিয়ে ঘরে বসে থাকবেন না। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের প্রস্তুতি সভায় কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। দলের সাধারণ সম্পাদকের সফরে নেতাদের দায়িত্ব বেঁধে দেন জেলা সভাপতি। এদিন কড়া ভাষায় দলের কর্মীদের তিনি বলেন, বনগাঁয় দলের রক্তক্ষরণ বন্ধ করতে হবে।
আগামী ৯ তারিখ ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে সোমবার এক প্রস্তুতি সভা করে তৃণমূল। বনগাঁ পুরসভার চন্দ্রিকা হলে সেই সভায় জেলার সর্বস্তরে নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে বিশ্বজিৎ দাস বলেন, আমরা দলের পদ ব্যবহার করে ঘরে বসে থাকি। প্রশাসনিক ক্ষমতা ভোগ করেও দায়িত্ব পালন করি না। এমন নেতা, কর্মীদের বলতে চাই, নিজের দায়িত্ব পালন করুন। আমি সবার উপর নজর রাখব। মুখে এক, কাজে অন্য কিছু হবে না।
২০১৯ লোকসভা নির্বাচন থেকে বনগাঁয় তৃণমূলের ভরাডুবি শুরু হয়েছে। এ প্রসঙ্গে টেনে বিশ্বজিৎ দাস বলেন, দল আমাদের সব কিছু দিয়েছে। কিন্তু মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা দীর্ঘদিন চলতে পারে না। আমাদের ভুল শুধরে মানুষের কাছে পৌঁছতে হবে। বিজেপি নেতাদের একটা বুথেও জেতার ক্ষমতা নেই। তবুও ওদের এমএলএ, এমপি হয়েছে। পাশাপাশি তিনি বলেন, আমরা বামেদের ৩৪ বছরের অপশাসন ছুঁড়ে ফেলে দিয়েছি। এবার সময় এসেছে বিজেপিকে মুছে দেওয়ার। এদিন এসআইআর নিয়ে উস্মা প্রকাশ করেন তৃণমূল জেলা সভাপতি।
অভিষেকের সফর ঘিরে শান্তনু ঠাকুরের মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি বলেন, মন্দির সকলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সেখানে, পুজোও দেবেন। বিশ্বজিৎ দাসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, রাজ্যের মানুষ জানে, ওঁরা কীভাবে নির্বাচনে জেতেন। পুলিশ, গুন্ডা নিয়ে মাতব্বরি করে বড় কথা বলা যায়। ’১৯, ’২১, ’২৪-এ মানুষ তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে। সেরকম ২৬ শেও বুঝিয়ে দেবে। নিজস্ব চিত্র