নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে অশোকনগরের মানুষের বহু বছরের জল যন্ত্রণার অবসান ঘটতে চলেছে। প্রায় ছ’কোটি টাকা ব্যয়ে সোমবার অশোকনগরে নিকাশি প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশোকনগরে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শশাঙ্ক শেট্টি, বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিষ্ণু বসু, বারাসতের মহকুমা শাসক সোমা দাস প্রমুখ। প্রকল্প বাস্তবায়িত হলে অশোকনগর শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকার জল জমে থাকার সমস্যা স্থায়ীভাবে মিটবে বলে মনে করছে প্রশাসন।
অশোকনগরের সিদ্ধেশ্বরী কালীমন্দির থেকে বিদ্যাধরী খাল পর্যন্ত প্রায় ৩.৪ কিলোমিটার দীর্ঘ এই হাইড্রেন তৈরি হবে। কারণ, বর্ষা এলেই অশোকনগরের একাধিক ওয়ার্ডে হাঁটু থেকে কোমর জল জমে যায়। দিনের পর দিন জল দাঁড়িয়ে থাকায় ভেঙে পড়ে রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয় দোকানপাট ও বাড়িঘর। স্কুলে যেতে পারে না পড়ুয়ারা। সমস্যায় পড়েন রোগী ও বয়স্ক মানুষও। নতুন এই নিকাশিনালা তৈরি হলে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে।
প্রকল্পটির জন্য রাজ্য সরকার পাঁচ কোটি ৯৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে। আধুনিক পরিকল্পনায় নির্মিত এই নিকাশিনালার মাধ্যমে অতিরিক্ত জল দ্রুত বিদ্যাধরী খালে গিয়ে পড়বে। ফলে ভারী বৃষ্টি হলেও আর দিনের পর দিন জল জমে থাকার আশঙ্কা থাকবে না। এনিয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, প্রকল্প সম্পূর্ণ হলে ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। এদিন কাজ শুরু হল। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে। নিজস্ব চিত্র