• হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত ২, জখম ১
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রবল ঠান্ডা তার সঙ্গে ঘন কুয়াশা। কমে গিয়েছে দৃশ্যমানতা। যার ফলে ঘটল দুর্ঘটনা। মৃত্যু হল দু’জনের। আজ, মঙ্গলবার সাত সকালেই দুর্ঘটনা ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের উপর হাওড়ার বাগনান থানার বরুণদা এলাকায়। একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে মুরগি বোঝাই গাড়ি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখম ১। তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে বাগনান হাসপাতালে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকাল ৬ টা ১৫ মিনিট নাগাদ বাগনানের বরুণদা এলাকায় ১৬ নং জাতীয় সড়কের উপর কলকাতামুখী লেনের ধারে একটি লরি দাঁড়িয়েছিল। তাতে ছিলেন না চালক।তখনই দেউলটির দিক থেকে আসা মুরগি বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই লরির পিছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় মুরগি বোঝাই গাড়ির সামনের অংশ। তাতে আটকে পড়ে চালক ও তার সঙ্গী। আর একজন খালাসি ধাক্কার জেরে গাড়ি থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছোয় বাগনান থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রচন্ড কুয়াশার কারণেই এমনটা হয়ে থাকতে পারে। তবে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)