• স্লিপার বন্দে ভারতে সফরের সময় কমতে পারে চার-ছয় ঘণ্টা
    আনন্দবাজার | ০৬ জানুয়ারি ২০২৬
  • হাওড়া এবং অসমের কামাখ্যার মধ্যে প্রস্তাবিত স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস সফরের সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। ওই পথে বর্তমানে চালু থাকা অন্যান্য ট্রেনে যেখানে গড়ে সাড়ে ১৭ ঘণ্টা থেকে ২০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে, সেখানে নতুনবন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কোচে ওই দূরত্ব অতিক্রম করতে ১৪ ঘণ্টা ২০ মিনিটের কাছাকাছি সময় লাগবে। এর ফলে ওই পথে সফরের সময় অনেকটাই কমবে। রেলের পক্ষ থেকে নতুন ট্রেনের বিস্তারিত সূচি এখনও প্রকাশ করা হয়নি। আগামী দিন দুয়েকের মধ্যে নতুন ট্রেনের রেক হাওড়ায় এসে পৌঁছতে পারে। তার পরে সেই রেকটিরহাওড়া থেকে গুয়াহাটির মধ্যে মহড়া-দৌড় অনুষ্ঠিত হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

    ১৬ কোচের নতুন রেকটিতে যাত্রী-স্বাচ্ছন্দ্যের একাধিক ব্যবস্থা থাকছে। প্রায় শব্দহীন এবং ঝাঁকুনিমুক্ত সফরের স্বাচ্ছন্দ্য দিতে ওই ট্রেনের বগি, সাসপেনশন এবং কাপলারের প্রযুক্তিতে একাধিক বদল আনা হয়েছে। সেমি-পার্মানেন্ট প্রযুক্তির কাপলার থাকার ফলে যাত্রী-সুরক্ষা ছাড়াও ট্রেনের দুলুনি এবং ঝাঁকুনি কম হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। নতুন ট্রেনে সফরের সময়ে যাত্রীদের চাহিদা অনুযায়ী গরম এবং ঠান্ডা খাবার পরিবেশন করতে প্রতিটি কামরায় বিশেষ ব্যবস্থা থাকবে। কামরার এক প্রান্তে ফ্রিজ, জল এবং খাবার গরম করার ব্যবস্থা ছাড়াও পানীয় জলের বোতল সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে। ব্যবহৃত বোতল সঙ্কুচিত করে আবর্জনা সংগ্রহের পাত্রে ফেলার ব্যবস্থাও থাকবে।

    ওই ট্রেনের দু’প্রান্তে চালকের কেবিন লাগোয়া কামরায় শিশুদের ব্যবহারের উপযোগী শৌচাগার থাকবে। এ ছাড়াও, প্রথম শ্রেণির বাতানুকূল কামরায় যাত্রীদের স্নানের জন্য গরম জল ব্যবহারের সুবিধা থাকবে।

    ট্রেনের মধ্যে বিমানের ধাঁচে মোবাইল চার্জিং পয়েন্ট, রিডিং লাইট ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকা রাখার জায়গা থাকবে। বিশেষ জিপিএস নিয়ন্ত্রিত ব্যবস্থা ট্রেনের সফরের পথে আসন্ন স্টেশন এবংগন্তব্য সম্পর্কে বিভিন্ন তথ্য যাত্রীদের স্বয়ংক্রিয় উপায়ে জানাবে। ওই ব্যবস্থায় ঘোষণা ছাড়াও ডিসপ্লে বোর্ডে বিভিন্ন তথ্য ফুটে উঠবে। ট্রেনে বিভিন্ন পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত কর্মীদের বিশ্রামের জন্যও বার্থের ব্যবস্থা থাকছে। এ ছাড়া, ওয়াইফাই ব্যবহারের সুবিধাও ওই ট্রেনে থাকবে বলে জানানো হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)