জোড়া পরিবর্তন এল সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে। তপন সেনের জায়গায় সংগঠনের সাধারণ সম্পাদক হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী এলামারম করিম। কে হেমলতার জায়গায় নতুন সর্বভারতীয় সভাপতি হয়েছেন সুদীপ দত্ত। উত্তরবঙ্গের সন্তান সুদীপ ছাত্র রাজনীতির পরে সিপিএমের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দিল্লিতেই কর্মরত। সচরাচর বাম সংগঠনে সভাপতি হয়ে থাকেন বর্ষীয়ান নেতারা। সিটুতে এ বার উলট পুরাণ! তরুণ সুদীপ হয়েছেন সভাপতি, বর্ষীয়ান করিমসাধারণ সম্পাদক।
বিশাখাপত্তনমে সিটুর ১৮তম সর্বভারতীয় সম্মেলনে সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে ফের নির্বাচিত হয়েছেন এম সাইবাবু। পদাধিকারী-সহ মোট ৪২ জনের নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে। স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে তিন জনকে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তপন, হেমলতা, অনাদি সাহু-সহ ১৩ জন। সম্পাদকের সংখ্যা ২৩, তার মধ্যে ৬ জন নতুন। তাঁদের মধ্যে আছেন জিয়াউল আলম, জীবন সাহা, ত্রিপুরার শঙ্কর দত্ত প্রমুখ। আমন্ত্রিত সদস্য করা হয়েছে এ কে পদ্মনাভন, মানিক দে, এ ভি নাগেশ্বর রাওকে। শ্রমজীবী মহিলাদের সর্বভারতীয় কো-অর্ডিনেশন কমিটির (এআইসিসিডব্লিউডব্লিউ) আহ্বায়ক ফের হয়েছেন এ আর সিন্ধু। জেনারেল কাউন্সিল গঠিত হয়েছে ৪২৫ জনের। সেখানে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ৬৫ জন। ওয়ার্কিং কমিটি হয়েছে ১২৫ জনের।