দার্জিলিঙের শতাব্দীপ্রাচীন গ্লেনারিজ় পানশালায় আপাতত গান-বাজনা, ‘লাইভ’ অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ হাই কোর্ট দিয়েছে, এমনই দাবি আইনজীবীদের। সেই সঙ্গে আপাতত দশ দিন গ্লেনারিজ়ের পানশালা খোলা থাকবে তথা সেখানে মদ পরিবেশন করার অনুমতিও দেওয়া হয়েছে। আগামী দশ দিনের মধ্যে গ্লেনারিজ় কর্তৃপক্ষকে আবগারি দফতরে পানশালা চালানোর অনুমতি এবং ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে। গ্লেনারিজ়ের আবেদন বিবেচনা করার জন্য তিরিশ দিনের সময়সীমা দেওয়া হয়েছে আবগারি দফতরকে। সোমবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গ্লেনারিজ় মামলার শুনানি ছিল। সার্কিট বেঞ্চের বিচারপতি শম্পা সরকারের একক বেঞ্চে এ দিন মামলার শুনানি হয়।
গ্লেনারিজ়ের আইনজীবী শামিম আহমেদ বলেন, “আমাদের দশ দিন পানশালা চালানোর অনুমতি দিয়েছে হাই কোর্ট। দশ দিনের মধ্যে আবগারি দফতরের কাছে আবেদন করতে বলেছে আদালত এবং সেই আবেদন তিরিশ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, সে কথাও বলে দিয়েছেন বিচারপতি। শীতের সময়ে পানশালা বন্ধ রাখলে বিপুল পরিমাণে ক্ষতি হবে, রাজ্য সরকারের রাজস্বেরও ব্যাপক ক্ষতি হবে। সে সবও শুনানিতে আবেদন করা হয়েছিল।” আইনজীবী আরও বলেন, “তবে আপাতত পানশালায় গানবাজনা বন্ধ থাকবে। আমরা নির্দেশ মেনে আবেদন করব।”
গ্লেনারিজ়ের পানশালায় রাজ্যের আবগারি দফতরের হানা এবং বন্ধের নোটিস ঘিরে শীতের পাহাড়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল। দার্জিলিঙের শতাব্দীপ্রাচীন গ্লেনারিজ়ের মালিক অজয় এডওয়ার্ড। যাঁকে রাজনৈতিক উদ্দেশে আক্রমণের লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।
গত ৪ ডিসেম্বর গ্লেনারিজ় বন্ধের নোটিস দিয়েছিল আবগারি দফতর। এর পর কখনও রাজ্য কখনও গ্লেনারিজ় কর্তৃপক্ষ হাই কোর্টে আবেদন করেন। গত ২৪ ডিসেম্বর সার্কিট বেঞ্চের বিচারপতি অমৃতা সিংহ উৎসবের সময়ে বড় ক্ষতির কারণ দেখিয়ে গ্লেনারিজ় কর্তৃপক্ষের পানশালা খোলার আবেদনে মঞ্জুরি দেন। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত পানশালা খোলার অনুমতি দেওয়া হয়েছিল।
এ দিন মামলার শুনানির তারিখ ছিল। এ দিন আদালত মামলাটির নিষ্পত্তি করে দিয়েছে। গ্লেনারিজ়ের মামলায় সরকারি তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আগের শুনানিতে সওয়াল করেন। এ দিন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অমল কুমার সেন ‘ভার্চুয়াল’ ভাবে সওয়াল করেন। সরকারি আইনজীবী বেদশ্রুতি বসু বলেন, “গ্লেনারিজ় কর্তৃপক্ষকে আবগারি আইন মেনে আবগারি দফতরের কাছে আবেদন করতে নির্দেশ দিয়েছে আদালত, কারণ ওঁদের যে পানশালা চালানোয় অনিয়ম রয়েছে, তা নিজেরাই স্বীকার করেছেন। আপাতত পানশালা দশ দিনের জন্য খোলা থাকলেও লাইভ অনুষ্ঠান হবে না বলে আদালত জানিয়েছে।”