• ডাক পেয়ে ‘SIR’ লাইনে দাঁড়ালেন খোদ BDO
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৬
  • এই সময়, মেটেলি: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার)-এর শুনানিতে ডাক পড়ল খোদ বিডিওর। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শুনানিতে হাজির হলেন লাভার বিডিও ভারতী চিকবরাইক। ২০০২-এর ভোটার লিস্টে নাম না থাকায় বিডিও ও তাঁর বাবা, ভাই-বোনের শুনানিতে ডাক পড়ে। সোমবার শুনানিতে ভারতী ছাড়াও হাজির হন তাঁর বাবা কপিল চিকবরাইক, বোন আরতি চিকবরাইক এবং ভাই প্রণব চিকবরাইক। এই ঘটনায় বিডিওকে পরোক্ষে ভুটানের নাগরিক বলে কটাক্ষ করেছে বিজেপি।

    দলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন, 'সার না হলে এত কিছু ধরা পড়ত না। অনেক আধিকারিক এবং বিডিও অন্য দেশ থেকে এসে এখানে চাকরি করছেন। লাভার যে বিডিওকে শুনানিতে ডাকা হয়েছে, তাঁর বাবার নাম ২০০২-এর ভোটার লিস্টে ছিল না। তাঁর নিজের নামও ২০০২-এর লিস্টে নেই। একজন বিডিওকে হিয়ারিংয়ে ডেকে নির্বাচন কমিশন বার্তা দিয়েছে যে, কোনও পক্ষপাতিত্ব করা হচ্ছে না।'

    বিডিওর ভাই প্রণব বলেন, 'আমরা ভারতীয়, এখানকার বাসিন্দা। এর আগে আমাদের বাড়ি ছিল জুরন্তি চা বাগানে। ১৯৯৯ সালে মেটলি হাসপাতাল পাড়ায় জায়গা কিনে বাড়ি বানিয়েছি আমরা। তারপরে ভোটার লিস্টে নাম উঠেছে। এর আগে বহুবার চেষ্টা করেও ভোটার লিস্টে নাম তুলতে পারিনি। তাছাড়া বাবা ভুটানে সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন, এই কারণেও তখন নাম তুলতে পারেননি। আমাদের যাবতীয় কাগজপত্র ও প্রমাণপত্র রয়েছে।'

  • Link to this news (এই সময়)