• আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে BDO প্রশান্ত বর্মন, বুধে শুনানি
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৬
  • কলকাতা হাইকোর্ট আগাম জামিন দেয়নি। এ বার জামিন চাইতে সুপ্রিম কোর্টে জলপাইগুড়ির রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের ঘটনায় যিনি অন্যতম অভিযুক্ত। বুধবার সুপ্রিম কোর্টে তাঁর মামলার শুনানি হতে পারে।

    অপহরণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট৷ তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের করেছিলেন বিতর্কিত এই BDO।

    মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের ডিভিশন বেঞ্চে প্রশান্ত বর্মনের আগাম জামিনের আর্জির শুনানি হওয়ার কথা ছিল৷ তবে রাজ্যের আইনজীবীদের তরফে জানানো হয়, বুধবার বা বৃহস্পতিবার এই মামলার শুনানি হলে ভালো হয়। তাতে সম্মত হয় শীর্ষ আদালত।

    বিডিও প্রশান্ত বর্মনের তরফে এ দিন শীর্ষ আদালতে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। তাৎপর্যপূর্ণ হলো, কলকাতা হাইকোর্ট প্রশান্ত বর্মনের আগাম জামিনের আর্জি খারিজ করার পর থেকে কার্যত ‘নিখোঁজ’ তিনি। ব্লক অফিসে তাঁর খোঁজ নেই। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও৷ এই অবস্থায় শীর্ষ আদালত কী রায় দেয়, নজর সে দিকেই সবার।

  • Link to this news (এই সময়)