• ‘নির্বাচন কমিশনের অ্যাপ বিজেপির আইটি সেলকে দিয়ে করেছে’, দাবি মমতার
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৬
  • SIR নিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে মমতা দাবি করেন, ‘SIR নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন।’ এমনকী কমিশন যে অ্যাপগুলি তৈরি করেছে এই কাজের জন্য, সেগুলিতে বিজেপির আইটি সেলকে কাজে লাগানো হচ্ছে বলে দাবি মমতার।

    সোমবারও সাগর দ্বীপে গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে সাধারণ মানুষের হয়রানির কথা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিয়ারিংয়ের নামে এই প্রবল ঠান্ডায় প্রবীণ নাগরিক, অসুস্থ মানুষ, অন্তঃসত্ত্বাদের ভোগান্তিতে ফেলা হচ্ছে বলেও কমিশনকে আক্রমণ করেছিলেন মমতা।

    এ দিনও গঙ্গাসাগরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘SIR নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন। জীবিতদের মৃত দেখানো হচ্ছে। বয়স্কদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে। যে সব অ্যাপ করেছে, তা বিজেপির আইটি সেলকে দিয়ে। সেগুলি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক। এ ভাবে চলতে পারে না।’

    ইতিমধ্যেই ভোটারদের হয়রানির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। জরুরি ভিত্তিতে শুনানি হোক, আবেদন তাদের। SIR সংক্রান্ত সমস্ত মামলার সঙ্গেই সুপ্রিম কোর্ট এই আবেদন শুনবে নাকি আলাদা, তা এখনও স্পষ্ট নয়।

  • Link to this news (এই সময়)