• অভিষেকের কপ্টারের অনুমতি নিয়ে জটিলতা, BJP-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৬
  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের অনুমতি নিয়ে মঙ্গলবার তৈরি হয় জটিলতা। আকাশপথে সভার জন্য বীরভূমে রওনা হতে গিয়ে বাধার মুখে পড়লেন অভিষেক। দলীয় সূত্রে খবর, হেলিকপ্টারের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বেহালা ফ্লাইং ক্লাবেই আটকে পড়েন তিনি। পরে একদফা কথা চালাচালির পর শেষ পর্যন্ত উড়ানের অনুমতি দেওয়া হয় হেলিকপ্টারটিকে। নির্ধারিত সময়ের অনেকটাই পরে বীরভূমের পথে রওনা হন তৃণমূল সাংসদ। তবে গোটা ঘটনার পিছনে BJP-র ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে জোড়াফুল শিবির।

    তৃণমূলের অভিযোগ, হেলিকপ্টারের অনুমতি নিয়ে শেষ মুহূর্তে গড়িমসি করছিলেন DGCA আধিকারিকরা। এতে গেরুয়া শিবিরের হাত রয়েছে বলে দাবি তাঁদের। এখানেই শেষ নয়, জোড়াফুল শিবিরের দাবি, তৃণমূলের প্রচারে ভয় পেয়ে DGCA-এর উপর প্রভাব খাটিয়ে বাধা দিতে চাইছিল BJP। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সঠিক সময়ে সভায় পৌঁছতে না পারেন এবং সভা যাতে বানচাল হয়ে যায় সেই চেষ্টাই করছিল গেরুয়া শিবির বলে দাবি। শেষ পর্যন্ত অনুমতি মিললেও জটিলতার বিষয়টি মোটেও খাটো করে দেখছে না তৃণমূল শিবির।

    এ দিন সভাপথে রওনা হওয়ার আগেই হেলিকপ্টারের অনুমতি নিয়ে জটিলতার বিষয়টি সামনে আসে। ফলে সভার কর্মসূচি ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। দলীয় সূত্রে জানানো হয়েছিল, হেলিকপ্টারের অনুমতি না মিললে সড়কপথে রওনা হবেন অভিষেক। সে ক্ষেত্রে কর্মসূচিতে বদলের সম্ভাবনা ছিল। তবে শেষ পর্যন্ত হেলিকপ্টারের অনুমতি মেলায় সভা হওয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা সম্পূর্ণরূপে কেটে যায়।

  • Link to this news (এই সময়)