• ১০ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা, শীতে কাঁপছে কলকাতা, জমাটি ঠান্ডা আর কতদিন?
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৬
  • কলকাতা কাঁপছে, দার্জিলিংয়ের পর্যটকরা উপভোগ করছেন তুষারপাত। স্বপ্ন নয়, এটাই সত্যি। শীতপ্রেমীদের ষোলোকলা পূর্ণ। কিন্তু আবহাওয়ার এই দরাজ মনোভাব আর কতদিন? এই কনকনে ঠান্ডার সঙ্গে এত তাড়াতাড়ি ‘আড়ি’ করার ইচ্ছে কলকাতাবাসীর অন্তত নেই। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উঁকি দিলেও তা স্পষ্ট হয়ে যায়। আর হাওয়া অফিস বলছে, শীত এই ভালোবাসায় বাঁধা থাকবে আরও বেশ কয়েকদিন।

    মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তুরে হাওয়ার পথ আটকায়নি। বরং সেই পথ আরও প্রশস্ত করেছে। ফলে আগামী চার দিন একই রকম ভাবে ঠান্ডা থাকবে। এর পরে তাপমাত্রা বড়জোর ২ ডিগ্রি বাড়তে পারে। মোটের উপরে আগামী বেশ কয়েকদিন থিতু হবে শীত।

    শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী চার দিনে ন্যূনতম তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এর পরবর্তী সময়ে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক তাপমাত্রা থাকবে। মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। ২০০০ সালের পর থেকে একবার মাত্র তিলোত্তমার তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছিল। সেই সময়টা ছিল ২০১৩ সালের ৯ জানুয়ারি। আর কলকাতার পারদ পতনের নিরিখে সর্বকালীন রেকর্ড ১৮৯৯ সালের ২০ জানুয়ারি। সেই দিনে তাপমাত্রা নেমেছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে।

  • Link to this news (এই সময়)