• তৃণমূল সমর্থককে ডেকে নিয়ে গিয়ে গুলি, আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে ভর্তি
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৬
  • মালদার কালিয়াচকে চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল সমর্থক। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। অভিযোগের আঙুল দলেরই এক কর্মীর পরিবারের দিকে। গুলিবিদ্ধ জামালউদ্দিন শেখকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ায় উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা। পাল্টা তৃণমূলের দাবি, এই ঘটনা একেবারেই গ্রাম্যবিবাদের জের।

    জামালউদ্দিন পেশায় জল ব্যবসায়ী। তিনি ও তাঁর পরিবার তৃণমূলের সমর্থক। পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে গ্রামে একটি ক্রিকেট খেলা নিয়ে গোলমাল বাধে। সোমবার তা নিয়ে গ্রামে সালিশি সভা ছিল। সেখানেও অভিযুক্তদের সঙ্গে কথা কাটাকাটি হয় জামালদের।

    এর পরে মঙ্গলবার সকালে জল নেওয়ার নাম করে জামালউদ্দিনকে বাড়িতে ডাকেন প্রতিবেশী ওই ব্যক্তি। সেখানেই জামালউদ্দিন শেখকে গুলি করা হয় বলে অভিযোগ। তাঁর পিঠে গুলি লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালের ছেলে শামিম শেখ ও ভাইপো সাদ্দাম শেখ। তাঁদেরও মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার তদন্ত চলছে।

    বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘গত বছর এই সময়ে তৃণমূল নেতা বাবলা সরকার খুন হয়েছিলেন। ধারাবাহিক ভাবে মালদা জেলায় খুন, সন্ত্রাস চলছে। গাজোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গাড়ি ভাঙচুরও দেখেছি। আজ কালিয়াচকে একজনকে গুলি করা হলো। আসলে ওদের সিন্ডিকেট দখলের লড়াই। তাই মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল।’

    যদিও কালিয়াচকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, ‘এটা নিছকই গ্রাম্য বিবাদ থেকে ঘটেছে। ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা বলে শুনেছি। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’

  • Link to this news (এই সময়)