আজকাল ওয়েবডেস্ক: সোমবারেই পুত্র সন্তানের জন্ম দেন সোনালি খাতুন। অভিষেক সোমেই শুভেচ্ছা জানান। সঙ্গেই জানান, মঙ্গলে বীরভূম সফরের মাঝেই দেখা করবেন সোনালি খাতুনের সঙ্গে। মঙ্গলবার, বীরভূমের সভার পরে, অভিষেক দেখা করেন সোনালি খাতুনের সঙ্গে। তাঁর ছেলের নামকরণ করেন। নাম রাখেন 'আপন'।
এদিন নামকরণ প্রসঙ্গে অভিষেক বলেন, 'সোনালি এবং ওঁরা মা আমাকে অনুরোধ করেছেন, বাচ্চাটার নাম রাখার জন্য। আমি ওঁদেরই প্রথমে অনুড়েওধ করি, আপনারা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখার। তারপরেও তাঁরা আমাকে অনুরোধ করেন। আমি বাচ্চাটির নাম রেখেছি আপন। কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে, এরা সকলেই আমাদের আপন। তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে।'