• স্ট্রেচারে শুয়ে শুনানিতে, তুমুল হয়রানি
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চলছে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব। যা ঘিরে আতঙ্কের আবহ জেলায় জেলায়। সেই আবহেই মর্মান্তিক দৃশ্য প্রকাশ্যে আসছে বারবার। এবার দেখা গেল, কয়েকজন বৃদ্ধ ও বৃদ্ধা অ্যাম্বুল্যান্সে করে, স্ট্রেচারে শুয়ে শুনানি কেন্দ্রে পৌঁছলেন। 

    ঘটনাস্থল নদিয়ায় চাপড়ার সিকরা কলোনি। স্ট্রেচারে শুয়ে শুনানি কেন্দ্রে পৌঁছলেন ৮০ বছরের এক বৃদ্ধ। পরিবারের তরফে জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই তাঁর। যা ঘিরে গত কয়েক দিন ধরেই আতঙ্কে ভুগছিলেন তিনি। ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরেই অসুস্থ। হাঁটার ক্ষমতা প্রায় নেই। তারপরও ওই বৃদ্ধকে এভাবে যেতে হল শুনানি কেন্দ্রে। পরিবারের তরফে আরও জানানো হয়েছে, বাড়িতে যাতে শুনানির ব্যবস্থা করা যায়, তার জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদনে নাকি কর্ণপাত করেনি নির্বাচন কমিশন।

    আরেকটি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। সেখানেও অ্যাম্বুল্যান্সে করে শুনানি কেন্দ্রে পৌঁছলেন দুই বৃদ্ধা। তাঁদের একজনের বয়স ৮০ আর অন্যজনের বয়স ৭২ বছর। দুই পরিবারের তরফেই কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ জানানো হয়েছে। 

    দিন দুই আগেই অক্সিজেনের নল গুঁজে শুনানিতে গিয়েছিলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। মৃত বৃদ্ধের নাম, নাজিতুল মোল্লার। ৬৮ বছরের ওই বৃদ্ধ জয়নগর দুই নম্বর ব্লকের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঠাকুরেরচক এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের অভিযোগ, শুনানি থেকে ফেরার পর আতঙ্কে অসুস্থ হয়েই বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

    বৃদ্ধের পরিবার আরও জানিয়েছে, এসআইআর আতঙ্কে অসুস্থ হওয়ার পরেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। এরই মধ্যে এসআইআর-এর শুনানির ডাক আসে তাঁর। হাসপাতাল থেকে ছাড়িয়ে তাঁকে শুনানির জন্য নিয়ে যাওয়া হয়। অক্সিজেনের নল গুঁজে শুনানিতে হাজিরা দিয়েছিলেন। 

    শুনানি শেষে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তাঁর। এসআইআর নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ২০০২-এর ভোটার তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েছিলেন। এর পাশাপাশি শুনানির ধকল সহ্য করতে পারেননি বৃদ্ধ।
  • Link to this news (আজকাল)