• হেমন্ত সোরেনের কপ্টারে বীরভূম গেলেন অভিষেক
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মাসভর ঘুরবেন রাজ্য জুড়ে। ২ জানুয়ারি থেকে রাজ্যের প্রান্তে প্রান্তে সভা শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ৬ জানুয়ারি তাঁর সভা করার কথা বীরভূমের রামপুরহাটে। তারপরেই দেখা করার কথা সোনালি বিবি এবং তাঁর নবজাতকের সঙ্গে।

     সময় মতো মঙ্গলবার সকালে বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছেও যান অভিষেক। তবেপ্রাথমিকভাবে জানা যায়, অনুমতি মেলেনি কপ্টারের। উড়ানের অনুমতি দেয়নি ডিজিসিএ। অর্থাৎ কপ্টারের অনুমতি সংক্রান্ত সমস্যার কারণে, আপাতত রওনা দিতে পারেননি অভিষেক। অপেক্ষা করছেন ফ্লাইং ক্লাবেই। প্রথমে জানা যায়, একান্ত অনুমতি না মিললে, সড়ক পথেও যেতে পারেন তিনি। তবে, ঘণ্টাখানেক পরে, কপ্টার উড়ানে অনুমতি মেলে বলে জানা গিয়েছে। যদিও সূত্রের খবর, অনুমতি মেলেনি অভিষেকের কপ্টারের। পরিস্থিতি বিচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টার দু'দিনের জন্য 'ডিহায়ার' করে, রওনা দিয়েছেন অভিষেক। দেরি হওয়ায়, সূচিতে বদল হয়েছে। মন্দিরে যাওয়ার বদলে, সরাসরি সভায় পৌঁছেছেন তিনি। ঝাড়খণ্ড থেকে কপ্টার আসে বেহালায়, সেখান থেকেই বীরভূম গিয়েছেন সাংসদ। 

    অন্যদিকে অনুমতি না মেলায় গোটা ঘটনায় তৃণমূলের অভিযোগ, ভয় পাচ্ছে বিজেপি। শাসক দলের অভিযোগ, আবার জিতবে বাংলা প্রচারের ঝড়ে, ভয় পেয়েছে গেরুয়া শিবির। সেই কারণেই ডিজিসিএ কর্মকর্তাদের দিয়ে বাধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বিজেপি। তৃণমূল সূত্রে খবর ছিল, পরিস্থিতি বিচারে, প্রয়োজনে মঙ্গলবার রাতে তারাপীঠেই থাকবেন অভিষেক। 

     
  • Link to this news (আজকাল)